Rhea Kapoor Corona Positive: করোনার কবলে প্রযোজক রিয়া কপূর ও স্বামী কর্ণ বুলানি
Rhea Kapoor Corona Positive: বলিউডে ফের করোনা হানা। এবার করোনার কবলে পড়লেন অনিল কপূর কন্যা প্রযোজক রিয়া কপূর। করোনা আক্রান্ত তাঁর স্বামী কর্ণ বুলানিও।
নয়াদিল্লি: করোনা আক্রান্ত (Covid Positive) প্রযোজক রিয়া কপূর (Rhea Kapoor) ও তাঁর স্বামী চিত্র পরিচালক কর্ণ বুলানি (Karan Boolani)। আপাতত নিজেদের আইসোলেশনে রেখেছেন এই দম্পতি।
আজই সংবাদ সংস্থা এএনআই ট্যুইট করে জানিয়েছে তাঁদের অসুস্থতার কথা।
Producer Rhea Kapoor said she and her filmmaker husband Karan Boolani have tested positive for COVID-19 and are currently under isolation.
— ANI (@ANI) December 29, 2021
অভিনেতা অনিল কপূরের মেয়ে প্রযোজক রিয়া কপূর এদিন নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেও করোনা আক্রান্ত হওয়ার খবর জানান।
একইসঙ্গে তাঁর বক্তব্য যে কারও স্বাস্থ্য নিয়ে কেন বাকিরা কথা বলবে, তা কেবল সরকার ও স্বাস্থ্য দফতরের জানার কথা।
আরও পড়ুন: Shah Rukh Khan Update: 'পাঠান' সেট থেকে ছবি পোস্ট শাহরুখের, নিমেষে ভাইরাল
সম্প্রতি বলিউডে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গতকালই করোনায় আক্রান্ত হন বলিউড অভিনেতা রণবীর শোরে (Ranveer Shorey)। তাঁর সঙ্গে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছে তাঁর ছেলে হারুনও। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে করোনায় (Coronavirus) আক্রান্ত হওয়ার খবর নিজেই দেন রণবীর। তিনি লেখেন, 'আমি আর আমার ছেলে হারুন গোয়ায় ছুটি কাটাচ্ছিলাম। মুম্বই ফেরার সময় যখন বিমানবন্দরে আরটিপিসিআর (RTPCR) টেস্ট হয় আমাদের, তখনই করোনা (Covid19) পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে।'
করোনায় আক্রান্ত রণবীর শোরে আরও লেখেন, 'আমাদের দুজনের কারও করোনার কোনও উপসর্গ দেখা দেয়নি। করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসার পরই সঙ্গে সঙ্গে কোয়ারেন্টিনে রয়েছি।'
গত কয়েকদিনের মধ্যেই করোনায় আক্রান্ত হলেন বেশ কিছু বলিউড তারকা। কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন কিংবদন্তি তারকা কমল হাসান (Kamal Hassan)। হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর এখন তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে করিনা কপূর খানেরও (Kareena Kapoor Khan)। তিনিও সঙ্গে সঙ্গে নিজেকে বাড়িতে আইসোলেশনে রাখেন। করিনা কপূর খানের সঙ্গে কোভিড১৯-এ আক্রান্ত হন বলিউডের আর এক অভিনেত্রী অমৃতা অরোরা (Amrita Arora)। রিপোর্ট পজেটিভ আসে সোহেল খানের স্ত্রী সীমা খান, মাহিপ কপূরেরও। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন টেলিভিশনের পরিচিত মুখ ও সঞ্চালক অর্জুন বিজলানি (Arjun Bijlani)।