Riddhi Surangana Exclusive: বইয়ের মধ্যে লুকিয়ে সুরঙ্গনাকে লম্বা প্রেমপত্র দিয়েছিলেন ঋদ্ধি, উত্তর এসেছিল এক শব্দের!
Valentines Day Exclusive: এক অনুরাগী ঋদ্ধিকে প্রশ্ন করেছিলেন, তিনি কবে বিয়ে করছেন? লাজুক হেসে ঋদ্ধির উত্তর, 'এখনও কিচ্ছু ভাবিনি। আমি আর সুরঙ্গনা দুজনেই কাজ নিয়ে ভীষণ ব্যস্ত।'
কলকাতা: 'ওপেন টি বায়োস্কোপ' ছবির হাত ধরে সিনেমায় পা রেখেছিলেন দুজনেই। পর্দার প্রেম কী শ্যুটিংয়ের সময়েই বাস্তবে ছোঁয়াচ পেয়েছিল? অনেকেরই ধারণা তাই। তবে সত্যিটা একটু আলাদা। ঋদ্ধি সেন (Riddhi Sen) আর সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় (Surangana Bandhopadhay)-এর প্রেম শুরু হয়েছিল 'ওপেন টি বায়োস্কোপ' মুক্তির পরে। এবিপি লাইভের 'হয়তো তোমারই জন্য' (Hoito Tomari Jonno) অনুষ্ঠানে এসে তাঁদের প্রেম শুরুর গল্প প্রকাশ্যে আনলেন খোদ ঋদ্ধি।
কেমন করে প্রেম শুরু হয়েছিল সুরঙ্গনার সঙ্গে? ঋদ্ধি বলছেন, 'অনেকেই ভাবেন 'ওপেন টি বায়োস্কোপ' থেকে আমাদের প্রেম শুরু, আসলে তেমনটা নয়। যখন ছবির প্রচার চলছে, তখন সুরঙ্গনার ওর স্কুলের একটি ছেলেকে ভাল লাগত। আমরা একসঙ্গে শ্যুটিং করে ফেলেছি তার আগে, কখনও কিছু মনে হয়নি, কেবল ভাল বন্ধুত্ব ছিল। কিন্তু সুরঙ্গনার অন্য কোনও ছেলেকে ভাল লাগে শুনে, কেমন যেন একটা কষ্ট হল। তার কারণ খুব একটা বুঝতে পারলাম না আমি। যখন 'তোর জন্য' গানটা মুক্তি পেল, মনে হয়েছিল, এই প্রেমটা কি শুধু বড়পর্দায় আর স্বপ্নেই থেকে যাবে? কখনও বাস্তবে হবে না? এমন একটা সময় থেকে দেখলাম সুরঙ্গনার ব্যবহারেও একটা পরিবর্তন এসেছে। আমাদের প্রেমে মধ্যস্থতা করত ঋতব্রত, তারপরে রাজর্ষী। ওরা একদিন আমায় সাহস জুগিয়ে বলল সুরঙ্গনাকে মনের কথা জানাতে। একটা চিঠি লিখে খুব সাহস করে সুরঙ্গনার বাড়ি গেলাম। বললাম একটা বই দেওয়ার আছে। বইয়ের মধ্যে চিঠিটা দিয়ে ওকে দিয়ে এলাম। তারপরে কেবল অপেক্ষা.. খালি ভাবছি, সুরঙ্গনা কী রাগ করবে? ছিঁড়ে ফেলে দেবে? ৪-৫ ঘণ্টা পরে মেসেজে একটা উত্তর এল। একটা শব্দ। 'হ্যাঁ'। সেই অনুভূতিটা বলে বোঝাতে পারব না। সেটা এপ্রিল মাস। আমার কাছে ওই দিনটাই ভ্যালেন্টাইন্স ডে।'
এক অনুরাগী ঋদ্ধিকে প্রশ্ন করেছিলেন, তিনি কবে বিয়ে করছেন? লাজুক হেসে ঋদ্ধির উত্তর, 'এখনও কিচ্ছু ভাবিনি। আমি আর সুরঙ্গনা দুজনেই কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। যখন বিয়ের সিদ্ধান্ত নেব অবশ্যই জানাব।'