এক্সপ্লোর
Kolkata Weather: আজ সন্ধেয় কি ফের ঝড়-শিলাবৃষ্টি? কী বলছে পূর্বাভাস
District Weather: কিছু কিছু জেলায় রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। এর মধ্যে আপনার জেলা রয়েছে কি?

কলকাতায় আজ কেমন থাকবে আবহাওয়া?
1/10

দোলযাত্রার পরেই চড়চড়িয়ে বাড়িয়ে গরম। কোথাও কোথাও সামান্য বৃষ্টি হলেও,গরম কমছে না একেবারেই। সকালের দিকে সামান্য মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ছে গরম। আজ সারাদিনে কোথায় কেমন থাকবে তাপমাত্রা? কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা? এক নজরে দেখে নেওয়া যাক আজকের ওয়েদার আপডেট।
2/10

আজ তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে পশ্চিমের ৬ জেলায়। আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া। বিকেল বা সন্ধ্যের দিকে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারের পর দক্ষিণবঙ্গে ও আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া হতে পারে। দু এক জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতির সম্ভাবনা।
3/10

আজ তাপপ্রবাহের সতর্কবার্তা দক্ষিণবঙ্গে। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই ছয় জেলাতে তাপপ্রবাহ। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে। স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রা উঠতে পারে। বিকেলের দিকে দু-এক জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে।
4/10

কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। হট ডে পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাতে।
5/10

গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং নদীয়াতে। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। কলকাতা সহ বেশিরভাগ জেলাতেই আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। দিনের তাপমাত্রা কিছুটা কমবে।
6/10

বৃহস্পতিবার থেকে শনিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতে। সঙ্গে কোথাও কোথাও ৩০ থেকে ৫০ কিলোমিটার দমকা ঝড় বাতাস বইতে পারে বিক্ষিপ্তভাবে। ঝড় বৃষ্টিতে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের।
7/10

উত্তরবঙ্গে আজ বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকার কিছু অংশে। উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া।
8/10

সোমবার থেকে সব জেলাতেই শুষ্ক আবহাওয়া। তাপমাত্রা আগামী কয়েক দিনে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দার্জিলিঙে কুড়ি ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা। ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে মালদা জেলার তাপমাত্রা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে অরুণাচল প্রদেশে।বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি বেশি হবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। চরম তাপপ্রবাহের পরিস্থিতি ওড়িশা এলাকায়।
9/10

আসাম, হরিয়ানা এবং মধ্যপ্রদেশ রয়েছে তিনটি ঘূর্ণাবর্ত। অক্ষরেখা রয়েছে মধ্যপ্রদেশের ঘূর্ণাবর্ত থেকে মারাঠাওয়াড়া পর্যন্ত। অন্য অক্ষরেখাটি কর্ণাটক ও তামিলনাড়ু উপকূল এলাকায়। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উনিশে মার্চ ঢুকবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।
10/10

হালকা বৃষ্টির কারণে সকালে কিছুক্ষণ মনোরম আবহাওয়া থাকবে কলকাতায়। বেলা বাড়লে পরিষ্কার আকাশ প্রখর সূর্যের তাপে দাবদাহের মতো পরিস্থিতি। রাতেও অস্বস্তিকর আবহাওয়া। বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুতের সহ বৃষ্টি হালকা সম্ভাবনা। বুধবার থেকে আংশিক মেঘলা আকাশ। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত ঝড়-বৃষ্টি থাকার সম্ভাবনা। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৮ থেকে ৯১ শতাংশ।
Published at : 17 Mar 2025 11:13 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
