এক্সপ্লোর
Advertisement
'আমরা তোমার সঙ্গে আছি মা' পুরনো ছবি শেয়ার বার্তা ঋদ্ধিমার
'আমরা তোমার সঙ্গে আছি মা, মনখারাপ করো না' ছবি শেয়ার করে মা নীতু কপূরকে বার্তা ঋষি কন্যা ঋদ্ধিমার। গত ৩০ এপ্রিল মৃত্যু হয় বলিউডের 'চকলেট বয়' ঋষি কপূরের। দিল্লিতে থাকার জন্য বাবার শেষকৃৃত্যে সামিল হতে পারেননি ঋদ্ধিমা।
মুম্বই: 'আমরা তোমার সঙ্গে আছি মা, মনখারাপ করো না' ছবি শেয়ার করে মা নীতু কপূরকে বার্তা ঋষি কন্যা ঋদ্ধিমার। গত ৩০ এপ্রিল মৃত্যু হয় বলিউডের 'চকলেট বয়' ঋষি কপূরের। দিল্লিতে থাকার জন্য বাবার শেষকৃৃত্যে সামিল হতে পারেননি ঋদ্ধিমা।
২৯ তারিখ শ্বাসকষ্ট নিয়ে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সংবাদমাধ্যমকে তাঁর বড় ভাই অভিনেতা রণধীর কপূর তাঁর প্রয়াণের খবর জানান। দীর্ঘ দিন ধরেই ক্যানসারে ভুগছিলেন ঋষি। বিদেশে একটানা চিকিৎসার পর গত বছর দেশে ফেরেন তিনি। কিন্তু মাঝেমধ্যেই সংক্রমণ বা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। সংবাদ সংস্থার খবর, বুধবার সকালে শ্বাসকষ্ট বাড়ায় এইচ এন এন রিলায়েন্স হাসপাতালে ফের ভর্তি করা হয় অভিনেতাকে। বৃহস্পতিবার সকালে ৬৭ বছর বয়সে মৃত্যু হয় তাঁর। ইরফান খানের পরেই ঋষি কপূর, একের পর এক মৃত্যুর খবরে দিশাহারা হয়ে পড়েছিল চলচ্চিত্র জগৎ।
বাবার অসুস্থতার খবর পেয়ে দিল্লি থেকে মুম্বই ফেরার অনুমতি চেয়েছিলেন ঋদ্ধিমা। বিমানে ফেরার অনুমতি না পাওয়ায় সড়কপথেই পাড়ি দেন ঋদ্ধিমা। বাবার শেষকৃত্যের সময় উপস্থিত হতে পারেননি তিনি। তাঁকে ভিডিও কলে বাবার শেষকৃত্য দেখিয়েছিলেন আলিয়া ভট্ট। এর আগে একাধিকবার বাবাকে নিয়ে পোস্ট করে আবেগপ্রবণ হয়েছেন ঋদ্ধিমা। একাধিকবার শেয়ার করে নিয়েছেন বাবার সঙ্গে কাটানো মূহূর্ত। আবারও তাঁর পোস্টে পাওয়া গেল পুরনো, সুন্দর সময়ের ছবি।
নীতু কপূরও একাধিক পোস্টে শেয়ার করেছেন ঋষির ছবি। লিখেছেন, 'আমাদের গল্প এখানেই শেষ হল'। ভক্তদের তিনি অনুরোধ করেছেন লকডাউন মেনে চলতে। ঋষিকে দেখার জন্য ধন্যবাদ জানিয়েছেন চিকিৎসকদেরও।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement