Shiboprosad-Nandita: প্রজাতন্ত্র দিবসে 'রক্তবীজ'-এর সিক্যুয়াল ঘোষণা করলেন শিবপ্রসাদ-নন্দিতা
Riktobeej 2: 'রক্তবীজ' ছবির মুখ্যভূমিকায় ছিলেন আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী। খাগড়গড় বিস্ফোরণের প্রেক্ষাপটে তৈরি হয়েছিল এই ছবি

কলকাতা: প্রজাতন্ত্র দিবসে নতুন ঘোষণা 'উইন্ডোজ' প্রযোজনা সংস্থার তরফ থেকে। এই ছবিটির যে সিক্যুয়াল আসতে চলেছে, তা ছবির প্রথমভাগের শেষেই বোঝা গিয়েছিল। কিন্তু কবে আসবে 'রক্তবীজ'-এর সিক্যুয়াল, তা নিয়ে জল্পনা ছিলই। অবেশেষে প্রকাশ্যে এল সেই দিন। চলতি বছরের পুজোয় মুক্তি পাবে 'রক্তবীজ ২'। প্রজাতন্ত্র দিবসে 'উইন্ডোজ' প্রযোজনা সংস্থার তরফ থেকে ঘোষণা করা হল নতুন ছবির।
'রক্তবীজ' ছবির মুখ্যভূমিকায় ছিলেন আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী। খাগড়গড় বিস্ফোরণের প্রেক্ষাপটে তৈরি হয়েছিল এই ছবি। অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও অনুসূয়া মজুমদার। তবে 'রক্তবীজ ২'-তে কারা থাকবেন, তা এখনও জানা যায়নি। আজ কেবলমাত্র ঘোষণা হয়েছে ছবির নাম ও মুক্তির দিন। 'রক্তবীজ'-এর হাত ধরেই প্রথম থ্রিলারের দুনিয়ায় পা রেখেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)। আর প্রথমবার থ্রিলার ছবিতে হাত দিয়েই কার্যত ছক্কা হাঁকিয়েছিলেন শিবপ্রসাদ নন্দিতা। সাফল্য পেয়েছিল 'রক্তবীজ'। আর এবার, সেই ছবিরই সিক্যুয়ালের পালা। তবে এবার গল্প কী নিয়ে এগোবে, সেই খবর এখনও পাওয়া যায়নি। তবে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে অঙ্কুশ হাজরাকে।
রক্তবীজ ছবিটির পরে শিবপ্রসাদ নন্দিতার দ্বিতীয় থ্রিলারের সিনেমা ছিল 'বহুরুপী'। ব্যাঙ্ক ডাকাতিকে নিয়ে তৈরি এই ছবি বক্সঅফিসে চূড়ান্ত প্রভাব ফেলেছিল। এখনও প্রেক্ষাগৃহে চলছে বহুরূপী। ছবিটি পার করে ফেলেছে ১০০ দিন। সেই সাহস নিয়েই এবার ঘোষণা করা হল 'রক্তবীজ ২'। ছবিটির প্রথম অধ্যায় যাঁরা দেখেছেন, তারাই জানেন, এই ছবিটির শেষেই ইঙ্গিত ছিল ছবিটার দ্বিতীয় অংশ আসার। ছবির গল্প শেষ হয়নি। রেখে গিয়েছিল ইঙ্গিত এক নতুন শুরুর। সেই থেকেই শুরু হয়েছিল 'রক্তবীজ ২'-এর জল্পনা। আর এবার সেই ছবি আসতে চলেছে বড়পর্দায়। তবে সেই ছবিতে কারা কারা থাকবেন, তৈরি হবে কোন নতুন গল্প, সেই সমস্ত তথ্যের আশাতেই রয়েছে নেটিজেনরা। হতে পারে সেই ছবিতেও থাকতে পারে কোনও সত্য ঘটনার ছোঁয়া।
View this post on Instagram
আরও পড়ুন: Shah Rukh Khan: শাহরুখের ‘মন্নত’-পূরণ, বাংলোর জন্য ৯ কোটি Refund দিচ্ছে সরকার, কিন্তু কেন?





















