(Source: Poll of Polls)
Ritabhari Chakraborty: জন্মদিনের রেশ রেখে 'প্রিয় নারীদের' নিয়ে ঋতাভরীর পার্টি, সোশ্যাল মিডিয়ায় অন্দরের ছবি
Ritabhari Chakraborty on social media: সোশ্যাল মিডিয়া পার্টির ছবি শেয়ার করে ঋতাভরী লিখছেন, আমি এই রাতটাকে ডাকব ঘনিষ্ঠ এবং ব্যক্তিগত, আমার জীবনের সেরা নারীদের সঙ্গে
কলকাতা: সদ্য জন্মদিন গিয়েছে ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty)। সেই রেশ যেন এখনও কাটিয়ে উঠতে পারেননি অভিনেত্রী। আর তাই, মহিলা মহলকে পার্টিতে মাতলেন অভিনেত্রী। কালো পোশাকে মোহময়ী হয়ে উঠলেন তিনি, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন একগুচ্ছ ছবি। সেই পার্টিতে হাজির রইলেন ঋতাভরীর ঘনিষ্ঠ বন্ধুমহল ও দিদি চিত্রাঙ্গদা শতরূপা (Chitrangada Satarupa)
সোশ্যাল মিডিয়া পার্টির ছবি শেয়ার করে ঋতাভরী লিখছেন, আমি এই রাতটাকে ডাকব ঘনিষ্ঠ এবং ব্যক্তিগত, আমার জীবনের সেরা নারীদের সঙ্গে।' সেইসঙ্গে ঋতাভরী ছবি তোলার জন্য সৌজন্য দিয়েছেন দিদি চিত্রাঙ্গদাকে। অবশ্য কিছু ছবিতে হাজির রয়েছেন খোদ চিত্রাঙ্গদাও। বোনের জন্মদিনের জন্য মুম্বই থেকে কলকাতায় এসে হাজির হয়েছেন অভিনেত্রী।
এই বছর জন্মদিন কেমন কাটল নায়িকার? এবিপি লাইভকে ঋতাভরী বলেছিলেন, 'সকালে আমার স্কুলের (দ্য আইডিয়াল স্কুল ফর ডেফ অ্যান্ড ডাম) এর খুদেদের সঙ্গে কেক কাটলাম। তারপর মায়ের কাছে হাতের কাজ শিখে কয়েকজন খুদে আমার জন্য উপহার বানিয়ে এনেছিল। আর রাতে ঘরোয়া পার্টি আছে। সেখানে আমার খুব কাছের কিছু বন্ধুরা উপস্থিত ছিলেন। মুম্বই থেকে দিদি এসেছে আমার জন্মদিনের জন্যই। রাজ্যের বাইরে এমনকি বিদেশ থেকেও বন্ধুরা এসেছেন আমার সঙ্গে এই দিনটা কাটাবেন বলে। যত বয়স বাড়ছে, মনে হচ্ছে এই ভালোবাসাটাই সবচেয়ে বড় পাওয়া।'
আরও পড়ুন: Social Media Day: প্রথম করা ট্যুইট কী ছিল? 'সোশ্যাল মিডিয়া ডে'-তে মনে করলেন কোয়েল
এইবার অভিনেত্রীর জন্মদিনের পার্টির বিশেষ অতিথি ছিলেন তথাগত চট্টোপাধ্যায় (Tathagata Chatterjee)। হলুদ পোশাকে রাজকুমারী সেজে প্রিয় মানুষের সঙ্গে ছবিও তুললেন তিনি। উপহারে কী দিলেন তথাগত? উচ্ছসিত ঋতাভরী এবিপি লাইভকে (ABP Live) বলেছিলেন, 'প্রতিবার আমি পাল্টা উপহারে অতিথিদের জন্য একটা ব্যাগে ছোট ছোট উপহার সাজিয়ে দিই। তাই এবার তথাগত বলেছিল, আমায় এবার ব্যাগভর্তি উপহার দেবে। আমি নব্বইয়ের দশকে জন্মেছি। সেই নস্ট্যালজিয়া ফিরিয়ে আনতে একগুচ্ছ উপহার সাজিয়েছিল তথাগত। এর মধ্যে রয়েছে, আমার প্রিয় পুরনো একটা কমিকস, ম্যাঙ্গো বাইট লজেন্স, ক্যামেরা, ম্যাজিক পপ, ব্রিগ গেম, অরেঞ্জ ক্যান্ডি, ফটাফট, একটা কফি মগ আর অনেক ছোট ছোট মিষ্টি উপহার।'