Social Media Day: প্রথম করা ট্যুইট কী ছিল? 'সোশ্যাল মিডিয়া ডে'-তে মনে করলেন কোয়েল
Koel Mallick on Social Media Day: সোশ্যাল মিডিয়ায় কোয়েলের শেয়ার করা ভিডিও থেকে দেখা যাচ্ছে, সেখানে স্ক্রিনের ওপর একটি একটি প্রশ্ন আছসে, তার তাঁর উত্তর দিচ্ছেন কোয়েল।

কলকাতা: অবসরে, আলসেমিতে বা ভীষণকাজে, যোগাযোগে.. যাকে ছাড়া আমরা প্রায় জীবনটাকে ভাবতেই ভুলে গিয়েছিস আজ তার দিন। আজ সোশ্যাল মিডিয়া ডে (Social Media Day)। আর তাই সোশ্যাল মিডিয়ায় ছোট্ট ভিডিও শেয়ার করে মিষ্টি কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা পোস্ট করলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)
সোশ্যাল মিডিয়ায় কোয়েলের শেয়ার করা ভিডিও থেকে দেখা যাচ্ছে, সেখানে স্ক্রিনের ওপর একটি একটি প্রশ্ন আছসে, তার তাঁর উত্তর দিচ্ছেন কোয়েল। প্রথম প্রশ্নে তাঁর কাছে জানতে চাওয়া হচ্ছে, বর্তমানে তাঁর প্রিয় সোশ্যাল মিডিয়া মাধ্যম কোনটি। ফেসবুক (Facebook), ট্যুইটার (Twitter) ও ইনস্টাগ্রাম (Instagram) -এর মধ্যে কোয়েল বেছে নিচ্ছেন ইনস্টাগ্রামকে। এরপরের তাঁর কাছে জানতে চাওয়া হচ্ছে, তাঁর করা প্রথম ট্যুইট তাঁর মনে আছে কি না? একটু মনে করে নিয়ে কোয়েল জানাচ্ছেন, 'প্রথম সিনেমা মুক্তির সময় তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই খবর দিয়েই প্রথম ট্যুইটটি করেন তিনি। শেষ প্রশ্নে জিজ্ঞাসা করা হচ্ছে, তিনি কেন সোশ্যাল মিডিয়ায় এসেছিলেন? উত্তরে কোয়েল জানাচ্ছেন, তাঁর মনে হয়েছিল, সমস্ত মানুষের সঙ্গে, অনুরাগীদের সঙ্গে যোগাযোগ করার, কথা বলার সেরা মাধ্যম হল সোশ্যাল মিডিয়া। আর তাই তিনি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন।
আরও পড়ুন: Mandira Bedi: 'তোমায় ছাড়া ৩৬৫ দিন', স্বামীর প্রথম মৃত্যুবার্ষিকীতে আবেগঘন মন্দিরা বেদি
শেষে কোয়েল বার্তা দিচ্ছেন, হ্যাপি সোশ্যাল মিডিয়া ডে (Happy Social Media day)। সেইসঙ্গে সতর্কবার্তা হিসেবে কোয়েল মনে করিয়ে দিচ্ছেন, একজন দায়িত্ববান নাগরিকের মতোই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করার। কারণ সোশ্যাল মিডিয়া যেমন যোগাযোগের মাধ্যম, তেমনই সোশ্যাল মিডিয়াকে খারাপভাবে ব্যবহার করে অপরাধমূলক কাজের নজিরও রয়েছে ভুরি ভুরি।
">






















