Rituparna Sengupta: প্রয়াত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর মা
Entertainment News: প্রয়াত টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর মা। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
কলকাতা: প্রয়াত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর (Rituparna Sengupta) মা। ফেসবুকে পোস্ট (Facebook Post) করে নিজেই সেকথা জানিয়েছেন অভিনেত্রী। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ঋতুপর্ণার (Tollywood Actress) মা। সূত্রের খবর, অক্টোবর মাসের শেষদিকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রীর মা নন্দিতা সেনগুপ্ত। দিন ১৫ ছিলেন হাসপাতালে। কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। চলছিল ডায়ালিসিসও। হয়েছিল ডায়ালিসিসও। এর আগেও হাসপাতালে তিনি ভর্তি হয়েছিলেন। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিলেন। কিন্তু এবার আর বাড়ি ফেরা হল না। অসুস্থতার সঙ্গে লড়াইয়ে হার মানলেন অভিনেত্রীর মা। বিগত কয়েকদিন ধরে কলকাতাতেই ছিলেন ঋতুপর্ণা। হাসপাতালে সবসময়েই মায়ের সঙ্গে থেকেছেন তিনি। মাতৃহারা হয়ে স্বভাবতই ভেঙে পড়েছেন অভিনেত্রী। সূত্রের খবর দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ঋতুপর্ণার মা নন্দিতা সেনগুপ্ত। বছরশেষে মাকে হারিয়ে শোকাহত অভিনেত্রী।
ফেসবুক পোস্টে অভিনেত্রী লিখেছেন
আমার মা নন্দিতা সেনগুপ্ত আজ দুপুরে চলে গেলেন। আমাদের পরিবারের বন্ধু, আত্মীয়দের অনুরোধ করছি যে তারা সবাই যেন রাত ৮টা নাগাদ ৫বি, রবিনসন স্ট্রিট, কাঞ্চনজঙ্ঘা আবাসনে চলে আসেন। আপনাদের একটাই অনুরোধ যে এই সময় আপনাদের সহমর্মিতা ও সহযোগিতাই আমার একমাত্র কাম্য।
চলতি বছর বারংবার সোশ্যাল মিডিয়া ট্রোলের শিকার হয়েছেন অভিনেত্রী। শ্যামবাজারে আর জি কর কাণ্ডের নির্যাতিতার বিচারের দাবিতে প্রতিবাদে রাত দখলে সামিল হতে গিয়ে 'গো ব্যাক' স্লোগান শুনতে হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তকে। তিনি গাড়ি থেকে নামতেই উড়ে আসে জুতো। চূড়ান্ত অপমানিত হয়ে গাড়িতে ফিরে যান অভিনেত্রী। এরপরে গাড়ি করেই সেখান থেকে বেরিয়ে যান। যতক্ষণ অভিনেত্রী ওই স্থানে ছিলেন, হাত দিয়ে ক্রমাগত চাপড় মারা হচ্ছিল তাঁর গাড়িতে। কখনও বা তাঁর শঙ্খ বাজিয়ে প্রতিবাদ করা, বলা ভাল শঙ্খ বাজানোর ধরণ নিয়ে উঠেছিল প্রশ্ন। এখানেই শেষ নয়। আসানসোলে একটি কার্নিভালে নৃত্য প্রদর্শন করেছিলেন তিনি। হাজির ছিলেন কলকাতার কার্নিভালেও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ছুঁয়ে প্রণাম করতেও দেখা যায় তাঁকে। আর এইসব ছবি, ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে শুরু হয় দেদার ট্রোল।
আরও পড়ুন- অভিনেতা থেকে নেতা হতে গিয়েছিলেন, NOTA-র চেয়েও কম ভোট পেলেন বলিউডের ইনি
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।