Rocky aur Rani ki Prem Kahani: সাত বছর পর ফের বড়পর্দায় শাহরুখ-কাজল জুটি? কোন ছবি?
Rocky aur Rani ki Prem Kahani: সূত্রের খবর ঠিক হলে সাত বছর পর ফের বড়পর্দায় একত্রে দেখা যাবে শাহরুখ-কাজল জুটি। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, এই শ্যুটিং ঘিরে বেশ উত্তেজিত কর্ণ জোহর।
নয়াদিল্লি: এই বছরের অন্যতম বহু প্রতীক্ষিত ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Ki Prem Kahani)। কর্ণ জোহরের (Karan Johar) পরিচালনায় তৈরি এই ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে রণবীর সিংহ (Ranveer Singh) ও আলিয়া ভট্টকে (Alia Bhatt)। তবে সূত্রের খবর অনুযায়ী, ছবিতে বলিউডের আরও এক সুপারহিট জুটিকে দেখতে পাওয়া যাবে। তারা কারা বলুন তো? শাহরুখ খান ও কাজল (Shah Rukh Khan and Kajol)!
ফের পর্দায় শাহরুখ-কাজল জুটি?
বিনোদনের এক জাতীয় সংবাদ সংস্থা অনুযায়ী, 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরুখ খান ও কাজলকে। খুব শীঘ্রই সেই শ্যুটিং তাঁরা মুম্বইয়ে সারবেন বলেও খবর। আপাতত কিং খান তাঁর একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত, তবে ঘনিষ্ঠ মহল সূত্রে খবর যে তিনি একদিন কর্ণ জোহরের এই ছবির শ্যুটিং করতে আসবেন। তবে শাহরুখ-কাজলকে একটি বিশেষ সিনে দেখা যাবে না বিশেষ গানে তা এখনও নিশ্চিত জানা যায়নি।
সূত্রের খবর ঠিক হলে সাত বছর পর ফের বড়পর্দায় একত্রে দেখা যাবে শাহরুখ-কাজল জুটি। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, এই শ্যুটিং ঘিরে বেশ উত্তেজিত কর্ণ জোহর। ফলে তিনি নিশ্চিত করছেন যেন সবকিছু একেবারে নিখুঁত হয় এবং দর্শক যেন সন্তুষ্ট হন।
সাত বছর পর...
২০১৫ সালে মুক্তি পায় রোহিত শেট্টি পরিচালিত 'দিলওয়ালে'। সেখানে শেষ জুটি বেঁধেছিলেন শাহরুখ খান ও কাজল। এই ছবিতে তাঁদের স্পেশাল অ্যাপিয়ারেন্সের খবর সত্যি হলে, সাত বছর পর দর্শক ফের এই জুটিকে পর্দায় দেখবেন।
২০১৬ সালে কর্ণ জোহরের 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিতে শাহরুখ খানের গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল। সেই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন রণবীর কপূর, ঐশ্বর্য রাই বচ্চন ও অনুষ্কা শর্মা।
এখন কর্মক্ষেত্রে, শাহরুখ খান বেশ কয়েকটি নতুন ছবি নিয়ে ব্যস্ত। সিদ্ধার্থ আনন্দের পরবর্তী ছবি 'পাঠান'-এ শাহরুখকে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামের সঙ্গে দেখা যাবে। এছাড়া অ্যাটলির পরবর্তী ছবির কাজেও তিনি ব্যস্ত। সম্প্রতি পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে 'ডাঙ্কি' ছবির কথাও ঘোষণা করেছেন কিং খান।
অন্যদিকে, 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে রণবীর ও আলিয়া ছাড়াও ধর্মেন্দ্র, শাবানা আজমিকে আলিয়া ঠাকুর্দা-ঠাকুমার চরিত্রে দেখা যাবে। জয়া বচ্চনকে দেখা যাবে রণবীরের ঠাকুমার চরিত্রে। ছবিটি ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে মুক্তি পেতে চলেছে।