RRR Promotion in Kolkata: কলকাতায় 'আর আর আর' ছবির প্রচারে রাজামৌলি-জুনিয়র এনটিআর-রাম চরণ
RRR Promotion: ছবিতে নেতাজি সুভাষচন্দ্র বোসের একটি যোগসূত্র দেখতে পাওয়া যাবে। সেই যোগসূত্রের কথা মাথায় রেখেই কলকাতাতেও প্রচারে হাজির হন তাঁরা। হাওড়া ব্রিজের সামনে ছোটে লাল কি ঘাটে ছবির প্রচার হয়।
![RRR Promotion in Kolkata: কলকাতায় 'আর আর আর' ছবির প্রচারে রাজামৌলি-জুনিয়র এনটিআর-রাম চরণ RRR Promotion in Kolkata: SS Rajamouli NTR Jr and Ram Charan came to Kolkata to promote their film RRR RRR Promotion in Kolkata: কলকাতায় 'আর আর আর' ছবির প্রচারে রাজামৌলি-জুনিয়র এনটিআর-রাম চরণ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/22/008b3bdaad003f6624edd2f332aa87e4_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
অতসী মুখোপাধ্যায়, কলকাতা: মুক্তির অপেক্ষায় দক্ষিণী পরিচালক এস এস রাজামৌলির (SS Rajamouli) বহু চর্চিত ছবি 'আর আর আর' (RRR)। কখনও করোনা তো কখনও অন্য কোনও কারণ। একাধিকবার ছবির মুক্তির তারিখ বদলেছে। অপেক্ষা বেড়েছে অনুরাগীদের। রাজামৌলি পরিচালিত এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে দুই দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর (NTR Jr) ও রাম চরণকে (Ram Charan)। সেই সঙ্গে এই ছবিতে অভিনয় করবেন দুই বলিউড তারকাও। আলিয়া ভট্ট (Alia Bhatt) ও অজয় দেবগণকে (Ajay Devgn) দেখা যাবে এই ছবিতে।
কলকাতায় 'আর আর আর' ছবির প্রচার
আগামী ২৫ মার্চ মুক্তি পেতে চলেছে 'আর আর আর'। এখন ছবির প্রচার চলছে জোর কদমে। দিন দুই আগেই রাজধানী দিল্লিতে হাজির হয়েছিল ছবির গোটা টিম। আর আজ অর্থাৎ মঙ্গলবার, ছবি মুক্তির ঠিক দিন তিনেক আগে, শহর কলকাতার বুকে উড়ে এলেন দক্ষিণের তিন জনপ্রিয় মুখ। কলকাতায় হাওড়া ব্রিজের সামনে ছবির প্রচার ও জনসংযোগে সামিল হলেন এস এস রাজামৌলি, জুনিয়র এনটিআর ও রাম চরণ।
ছবির প্রচারে কী বললেন পরিচালক এস এস রাজামৌলি?
ছবির প্রচারে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিন তারকা। পরিচালকের অন্যতম জনপ্রিয় ছবি 'বাহুবলী'। তাঁর কথায়, 'বাহুবলী ছবিটা একটা চ্যালেঞ্জ তৈরি করেছে। ফলে দর্শকদের আশা বেড়ে গেছে। ফলে এই ছবির জন্য সেটা একটা চ্যালেঞ্জ।' গোটা ছবি জুড়ে রয়েছে অ্যাকশন দৃশ্য, যা রাজামৌলির পরিচালনার অন্যতম আকর্ষণ।
আরও পড়ুন: Dasvi: আগামীকাল ট্রেলার, মুক্তি পেল 'দশভি'-তে ইয়ামি, নিমরত, অভিষেকের লুক
এছাড়া এই ছবিতে নেতাজি সুভাষচন্দ্র বোসের একটি যোগসূত্র দেখতে পাওয়া যাবে। সেই যোগসূত্রের কথা মাথায় রেখেই কলকাতাতেও প্রচারে হাজির হন তাঁরা। হাওড়া ব্রিজের সামনে ছোটে লাল কি ঘাটে ছবির প্রচার হয়। পরিচালকের কথায়, 'তেলুগু আমার নিজের ভাষা। ফলে সেই ভাষাতেই আমি প্রাথমিকভাবে ছবি তৈরি করি এবং বিভিন্ন ভাষার মাধ্যমে তা বাকি দর্শকের কাছেও পৌঁছে দেওয়ার চেষ্টা করি।'
'বাহুবলী' ফ্র্যাঞ্চাইজির অসামান্য সাফল্যের পর অ্যাকশনে ভরপুর এই ছবি নিয়ে পরিচালক নিজেও প্রচণ্ড উত্তেজিত।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)