Uttam Kumar: উত্তম কুমারকে প্রথম দেখতে গিয়েই রক্তারক্তি! কী ঘটিয়েছিলেন সাবিত্রী?
Sabitri Chatterjee News: একদিন থিয়েটারের স্টেজ রিহার্সালে হঠাৎ সাবিত্রী চট্টোপাধ্যায় শোনেন, উত্তমকুমার এসেছেন। তাঁর আগে যে তারকাকে শুধু দেখেছেন বড়পর্দায়, তিনিই এক্কেবারে সামনে!
কলকাতা: তাঁর নামেই যেন যাদু রয়েছে। এতগুলো বছর পেরিয়েও, তাঁর মোহে মুগ্ধ আট থেকে আশি। তিনি উত্তমকুমার (Uttam Kumar)। আর যাঁদের সঙ্গে তাঁর জুটি সবচেয়ে বেশি জনপ্রিয়, তাঁদের মধ্যে প্রথম নাম সুচিত্রা সেনের (Suchitra Sen)-এর নিলে দ্বিতীয় নাম অবশ্যই নিতে হয় সাবিত্রী চট্টোপাধ্যায়ের (Sabitri Chatterjee)। সেই নায়িকা যখন প্রথম দেখেছিলেন মহানায়ককে? কেমন ছিল সেই সময়টা? সেলিব্রিটি টক শো 'অপুর সংসার'-এ এসে সাবিত্রী চট্টোপাধ্যায় ভাগ করে নিয়েছিলেন সেই অভিজ্ঞতা।
এই টক শো-তে এসে সাবিত্রী শুনিয়েছিলেন প্রথম তাঁর অভিনয় জগতে আসার গল্প। সাবিত্রী চট্টোপাধ্যায়ের ছোটবেলা কেটেছে যথেষ্ট অভাবে। স্কুলে পড়তে পড়তেই তাঁর অভিনয়ে হাতেখড়ি হয়েছিল থিয়েটারে। ভানু বন্দ্যোপাধ্যায়ের (Bhanu Banerjee) হাত ধরে। সাবিত্রীকে রোজ স্কুল যেতে দেখতেন ভানু বন্দ্যোপাধ্যায়। সেই সময়ে নাটকের দলে প্রয়োজন ছিল ঠিক সাবিত্রীর বয়সী একজন মেয়েরই। ভানু বন্দ্যোপাধ্যায় সরাসরি সাবিত্রীকে গিয়েই অফার দেন অভিনয়ের। প্রথমটা রাজি হননি সাবিত্রী। এরপরে বাবার অনুমতি নিয়েই প্রথম থিয়েটারে শুরু অভিনয়। আর সেখানেই প্রথম দেখা উত্তমকুমারকে।
একদিন থিয়েটারের স্টেজ রিহার্সালে হঠাৎ সাবিত্রী চট্টোপাধ্যায় শোনেন, উত্তমকুমার এসেছেন। তাঁর আগে যে তারকাকে শুধু দেখেছেন বড়পর্দায়, তিনিই এক্কেবারে সামনে! সব ফেলে ছুট্টে উইংসের পাশে যেতে যান সাবিত্রী। আর সেখানেই বাঁধে বিপত্তি। উইংসের ধারেই রাখা ছিল একটি ট্রাঙ্ক। সেই ভাঙা ট্রাঙ্কে পা কেটে যায় সাবিত্রীর। ঝরঝর করে রক্ত পড়তে থাকে। সেই দিকে অবশ্য খেয়াল নেই সাবিত্রীর। তন্ময় হয়ে তখন দেখছেন উত্তম কুমারকে। সেই প্রথম দেখা।
সেইদিনই উত্তম কুমার নাটকের অফার দিয়েছিলেন সাবিত্রীকে। তবে সেই সময়েও বাবার অনুমতি নিতে হয়েছিল সাবিত্রীকে। বাবা বলেছিলেন যদি সাবিত্রীকে উত্তমকুমার বাড়ি থেকে নিয়ে যান আবার দিয়ে যান, অনুমতি তবেই দিতে পারেন। দুই পক্ষ রাজি হওয়াতেই উত্তমকুমারের কাছ থেকে অ্যাডভান্স টাকা চেয়ে বসেন সাবিত্রীর বাবা। লজ্জায় লাল হয়ে যান সাবিত্রী। ভীষণ রাগ হয় বাবার ওপর। বেশ কয়েকদিন কথা বললেন সাবিত্রী। উত্তমকুমার বাড়ি এসে নাটকের অফার করছেন আর তাতে অ্যাডভান্স চাইছেন বাবা, একথা যেন মেনেই নিতে পারেননি সাবিত্রী। সেই গল্পই অপুর সংসার-এ এসে শোনান সাবিত্রী।
আরও পড়ুন: Mrunal Thakur: ম্রুণাল ঠাকুরের সবচেয়ে প্রিয় জলখাবার, কীভাবে বানায় এই ওটস-বেরি স্মুদি?