Sahana Bajpaie Childhood Photo: কলেজ জীবনের ছবি প্রকাশ্যে, চিনতে পারছেন এই বাঙালি সঙ্গীতশিল্পীকে?
Singer Sahana Bajpaie: কিছুদিন আগে পর্যন্তও মেয়ে রোহিনীকে নিয়ে দীর্ঘদিন শান্তিনিকেতনের বাড়িতে সময় কাটিয়ে গিয়েছেন সাহানা। মেয়ে রোহিনীকে তিনি শান্তিনিকেতনের সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে চেয়েছিলেন।
কলকাতা: তাঁর ছোটবেলা কেটেছে শান্তিনিকেতনে। আর এখন বিদেশে থাকতে হলেও বারে বারে বাংলার টানেই ফিরে আসেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছোটবেলার ছবি ভাগ করে নিয়ে আবেগে ভাসলেন সাহানা বাজপেয়ী (Sahana Bajpaie)। একটা সাইকেল নিয়ে দাঁড়িয়ে হাসছেন সঙ্গীতশিল্পী। ক্যাপশানে সাহানা লিখেছিলেন, 'একটা কলেজের বাচ্চা.. অনেক অনেক বছর আগের কথা।'
কিছুদিন আগে পর্যন্তও মেয়ে রোহিনীকে নিয়ে দীর্ঘদিন শান্তিনিকেতনের বাড়িতে সময় কাটিয়ে গিয়েছেন সাহানা। মেয়ে রোহিনীকে তিনি শান্তিনিকেতনের সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে চেয়েছিলেন তিনি। আপাতত বিদেশের স্কুলে পড়াশোনা করছে রোহিনী। আর কাজের সূত্রে হামেশাই বাংলায় আসতে হয় সাহানাকে।
আরও পড়ুন: Shah Rukh Khan: 'বাদশাহি' উদযাপন, শাহরুখের উপস্থিতিতে 'পাঠান'-এর ট্রেলার ফুটিয়ে তুলল বুর্জ খলিফা
রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে আধুনিক গান, সাহানার গলায় ছোঁয়ায় প্রাণ পেয়েছে অনেক গান, অনেক সুর। সদ্য সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'এক্স=প্রেম' ছবিতে গান গেয়েছিলেন সাহানা। অন্যদিকে সাহানার গলায় মুক্তি পেয়েছে রবীন্দ্রসঙ্গীত সহ একাধিক অন্যান্য ধারার গান।
ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার দৌলতে সারা বিশ্ব হাতের মুঠোয়। শুধু তাই নয়, তারকারাও যেন আমাদের অনেক বেশি কাছের মানুষ হয়ে উঠেছেন। সোশ্যাল মিডিয়া আসার আগে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতুহল থাকলেও, তাঁদের সম্পর্কে বেশি জানার উপায় ততটাও ছিল না। কিন্তু আজকের দিনে তারকারা নিজেরাই নিজেদের নানা তথ্য শেয়ার করে নেন অনুরাগীদের সঙ্গে। তাঁদের ব্যক্তিগত জীবন, ছোটবেলার ছবি, খুঁটিনাটি নানা কিছু আজ অনেক বেশি সহজে জানতে পারা যায়। তারকারা নানা সময়ই নিজেদের ছোটবেলার ছবি পোস্ট করেন সোশ্য়াল মিডিয়ায়।
View this post on Instagram