Saif Ali Khan: আগে থেকেই বাড়িতে ঢুকে বসেছিল আততায়ী? লক্ষ্য ছিল সেফের সন্তানেরা? উঠে আসছে একাধিক প্রশ্ন
Saif Ali Khan attacked: ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছে ফরেন্সিক টিম। নিয়ে আসা হয়েছে স্নিফার ডগ। জোরকদমে চলছে পুলিশি তদন্ত

কলকাতা: অভিনেতা সেফ আলি খানের ওপর হামলার খবর ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে চারিদিকে। উদ্বিগ্ন অনুরাগীরা। আপাতত হাসপাতালে রয়েছেন অভিনেতা, তাঁর অস্ত্রোপচার চলছে। বৃহস্পতিবার ভোর রাতে হামলা চলে সেফের বাড়িতে। আক্রান্ত হন অভিনেতা। পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা যাচ্ছে, অভিনেতাকে ছুরি দিয়ে ৬ বার কোপানো হয়েছে। এর মধ্যে দুটি আঘাত গুরুতর। তবে প্রশ্ন উঠছে কীভাবে হল এই হামলা। বান্দ্রার যে হাই সিকিওরিটি জোনে সেফ থাকেন, সেখানে থাকেন আরও অন্যান্য তারকাও। সেই অঞ্চলেই যদি এভাবে হামলা হয়, তাহলে নিরাপত্তা কোথায়?
ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছে ফরেন্সিক টিম। নিয়ে আসা হয়েছে স্নিফার ডগ। জোরকদমে চলছে পুলিশি তদন্ত। বাড়ির সমস্ত কর্মচারীদের ডেকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, পরীক্ষা করে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও। যখন এই ঘটনা ঘটেছে, সেই সময় থেকে শুরু করে তার ২ ঘণ্টা আগে পর্যন্ত সিসিটিভি ফুটেজ এখনও পর্যন্ত দেখা হয়েছে। কিন্তু সেই সময়ে কোনও আততায়ীকে বাড়িতে ঢুকতে দেখা যায়নি। পুলিশ সন্দেহ করছে, আততায়ী আগে থেকেই বাড়িতে ঢুকে বসেছিল।
জানা যাচ্ছে, যে সময়ে হামলার ঘটনা ঘটেছে, সেই সময়ে বাড়িতে ছিলেন করিনা কপূর খান ও তাঁদের দুই সন্তান তৈমুর ও জেহ। হামলার সময়ে সেফ নাকি বাচ্চাদের ঘরেই ছিলেন। কর্মচারীর সঙ্গে আততায়ীর বচসা শুনে বেরিয়ে আসেন তিনি। যেহেতু তাঁদের কোনও শ্যুটিং বা বাইরে যাওয়ার পরিকল্পনা ছিল না, সেই কারণে অ্যাপার্টমেন্টের ভিতরে নাকি কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না। বচসা শুনে বাইরে বেরিয়ে আসতেই সেফের ওপর হামলা চালায় আততায়ী।
হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, সেফকে ছুরি দিয়ে ৬ বার কোপানো হয়েছে। এর মধ্যে পাঁজরের কাছের চোট গুরুতর। সেই চোট আরও গুরুতর হলে তা প্রাণঘাতী হতে পারত বলেই মনে করছেন চিকিৎসকেরা। গুরুতর চোট লেগেছে সেফের পিঠেও। তাঁর পিঠ থেকে প্রায় ইঞ্চি ৩-এর গেঁথে থাকা একটি ধারাল পদার্থ বের করা হয়েছে। এখনও অস্ত্রোপচার চলছে অভিনেতা। তাঁর গলায় ও হাতেও আঘাত লেগেছে।
এই ঘটনায় বারে বারেই এই প্রশ্ন উঠে আসছে যে সেফের বাড়িতে ঠিক কেন ঢুকেছিল আততায়ী? উদ্দেশ্য কী ছিল চুরি নাকি অন্য কিছু। কেনই বা সেফের সন্তানদের ঘরের দিকে যেতে গিয়েছিল আততায়ী? এখন পুলিশ এই সমস্ত প্রশ্নে উত্তরই খুঁজছে।
VIDEO | Forensic team conducts probe at actor Saif Ali Khan's apartment in #Mumbai.
— Press Trust of India (@PTI_News) January 16, 2025
Bollywood actor Saif Ali Khan was injured after an intruder attacked him with a knife at his residence in Mumbai in the early hours of Thursday, officials said. Khan was hospitalised and required… pic.twitter.com/3Y3JYHvn6N
আরও পড়ুন: Saif Ali Khan Injured: সেফ আলি খানের উপর ভয়ঙ্কর হামলা, ৩ সন্দেহভাজনকে আটক মুম্বই পুলিশের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
