এক্সপ্লোর
Advertisement
ছেলের নাম তৈমুর কেন? মুখ খুললেন সেফ
মুম্বই: তাঁর ছোট্ট ছেলের নাম তৈমুর রাখার পিছনে কাউকে আঘাত দেওয়া উদ্দেশ্য ছিল না। তাঁর ও করিনার দু’জনেরই শব্দটা শ্রুতিনন্দন মনে হয়েছিল, তাই ভেবেছিলেন, নামটা দেওয়া যায়। ছেলের বয়স ১ মাস ছুঁই ছুঁই। এতদিন পর এ বিষয়ে নিজের অবস্থান জানালেন সেফ আলি খান।
সেফ ও করিনা কপূরের ছেলের নাম তৈমুর রাখা নিয়ে সোস্যাল মিডিয়ায় তীব্র হইচই হয়। বহু মানুষ প্রশ্ন তোলেন, এক তুর্কি গণহত্যাকারীর নামে সেফ-করিনা তাঁদের ছেলের নাম রাখলেন কেন। ভারতীয়দের ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগও করেন তাঁরা। ইতিহাস নিয়ে পড়াশোনা করতে ভালবাসা সেফ বলেছেন, তিনি ভালভাবে জানেন, তুর্কি গণহত্যাকারী তৈমুর লঙ্গের কথা। কিন্তু তাঁর যুক্তি, শাসক তৈমুরের নামের উচ্চারণ ছিল তিমুর, তাঁর ছেলে তৈমুর- দুটো সম্পূর্ণ আলাদা। তাঁর বক্তব্য, তৈমুর প্রাচীন পার্সি শব্দ, এর অর্থ লোহা।
হালকা সুরে সেফের মন্তব্য, তাঁরও বোধহয় সিনেমার মত ছেলের নামেও ডিসক্লেমার দেওয়া উচিত ছিল, জীবিত বা মৃত কারও সঙ্গে এই নামের সাদৃশ্য থাকলে তা কাকতালীয় ছাড়া কিছু নয়। সোশ্যাল মিডিয়ায় লোকে নিজের মত প্রকাশ করে, কখনও কখনও বাড়াবাড়ি করে ফেলে- তা তিনি জানেন, মেনেও নিয়েছেন। তাঁর বক্তব্য, ৩০, ৪০ বছর আগেও লোকে এভাবেই ভাবত, শুধু প্রকাশের উপায় ছিল না। তবে তিনি বিশ্বাস করেন, ভারতীয় সমাজ এখনও যথেষ্ট উদার, তারকারা এখানে আলাদা সম্মান পান। তাই লোকে যাই বলুক, তিনি উদ্বিগ্ন নন, তাদের বলার অধিকারকেও সম্মান করেন তিনি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement