A R Rahman: 'আমায় প্রাক্তন স্ত্রী বলা হচ্ছে কেন?' এ আর রহমানের অসুস্থতার পরে প্রশ্ন ক্ষুদ্ধ সায়রা বানুর
Saira Banu on A R Rahman: সায়রার দাবি, শারীরিক অসুস্থতার কারণে বিচ্ছেদ হয়েছে তাঁকে। দীর্ঘ সম্পর্কের পরে দুজনেই সম্মতিতেই বিচ্ছেদে রাজি হয়েছেন তাঁরা।

কলকাতা: তাঁদের বিবাহ বিচ্ছেদ নিয়ে সদ্য় তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। দীর্ঘ ৯ বছর একসঙ্গে কাটানোর পরে সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। তবে আজ, অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমান (A R Rahman) অসুস্থ হয়ে পড়ার পরে, সায়রা বানুর তরফ থেকে এল অন্য বিবৃতি। তাঁকে কেন এ আর রহমানের প্রাক্তন স্ত্রী বলা হচ্ছে, তাই নিয়ে আপত্তি জানালেন সায়রা বানু। সংবাদমাধ্যমের কাছে সায়রার অনুরোধ, তাঁর ও এ আর রহমানের বিচ্ছেদ হয়ে যায়নি। তাঁদের এখনও ডিভোর্স হয়নি। তার ফলে, আইনত তিনিই এখনও এ আর রহমানের স্ত্রী। ফলে তাঁকে কোনওভাবেই প্রাক্তন বলা যায় না। তিনি এ আর রহমানের বর্তমান স্ত্রী।
সায়রার দাবি, শারীরিক অসুস্থতার কারণে বিচ্ছেদ হয়েছে তাঁকে। দীর্ঘ সম্পর্কের পরে দুজনেই সম্মতিতেই বিচ্ছেদে রাজি হয়েছেন তাঁরা। তবে তাঁদের এখনও আইনি বিচ্ছেদ হয়নি। কেবল আলাদা থাকছেন তাঁরা। সেই সঙ্গে এ আর রহমানের অসুস্থতা নিয়েও মুখ খোলেন সায়রা বানু। আজ সকালেই বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এ আর রহমান। প্রাথমিক চিকিৎসার পরে জানা যায়, উপবাস থাকার জন্য তাঁর বুকে ব্যথা শুরু হয়েছে। রমজানের জন্য উপবাস করছিলেন তিনি। আর সেই অবস্থাতেই লন্ডন থেকে মুম্বই ফিরেছেন তিনি। লম্বা সফর, তার ওপর উপবাস, চিকিৎসকেরা মনে করছেন, সঙ্গীতশিল্পীর ডিহাইড্রেশন হয়ে গিয়েছিল। এর ফলে তাঁর বুকে ব্যথা শুরু হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। আপাতত দুর্বল তিনি, রয়েছেন বিশ্রামে। এদিন সায়রা বানু এ আর রহমানের সুস্থতা কামনা করেন। তিনি বলেন, তিনি চান এ আর রহমান খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।
সম্প্রতি, সায়রা বানুর সঙ্গে সম্পর্কে বিচ্ছেদ নিয়ে সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন এ আর রহমান। ৯ টা বছর কাটিয়েছেন একসঙ্গে। একসঙ্গে পার করেছেন অনেকগুলি বসন্ত। যৌবন, তারুণ্য পার করেছেন। উত্থান পতনে একে অপরের হাত চেপে রেখেছেন । তবে এবার আলাদা হচ্ছেন এ আর রহমান ও তাঁর স্ত্রী সায়না বানু। বিচ্ছেদের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে, ব্যক্তিগত বিষয়টি নিয়ে অতিরিক্ত চর্চা না করার আবেদন জানিয়েছেন। সূত্রের খবর, সম্পর্কে চ্যুতি স্পষ্ট হচ্ছিল দিনকে দিন। ঘূণ ধরছিল দাম্পত্যে। তার থেকেই পথ আলাদা করার সিদ্ধান্ত। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মিলেছিল।
আরও পড়ুন: A R Rahman Update: বাড়ি ফিরেছেন, কেমন আছেন এ আর রহমান? জানালেন সঙ্গীতশিল্পীর ছেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
