Salman Khan: মুণ্ডিত মস্তকে রেস্তোরাঁয় পৌঁছলেন সলমন খান, কোনও ছবির নতুন লুক? অনুরাগীদের উত্তেজনা তুঙ্গে
Salman Khan New Look: সলমন খানের নতুন লুক দেখে উত্তেজিত তাঁর অনুরাগীরা। পাপারাৎজিদের পোস্ট করা ভিডিওর কমেন্ট অংশ ভরেছে তাঁদের বহুল প্রশ্নে। একজন লেখেন, 'ওঁর পরের আর্মি থ্রিলার ছবির লুক টেস্ট।'
![Salman Khan: মুণ্ডিত মস্তকে রেস্তোরাঁয় পৌঁছলেন সলমন খান, কোনও ছবির নতুন লুক? অনুরাগীদের উত্তেজনা তুঙ্গে Salman Khan Arrives At A Party Sporting A Bald Look, Fans Wonder If It's For new film Salman Khan: মুণ্ডিত মস্তকে রেস্তোরাঁয় পৌঁছলেন সলমন খান, কোনও ছবির নতুন লুক? অনুরাগীদের উত্তেজনা তুঙ্গে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/21/a2184b2e233e82a4c0e20b8197d7dca41692611334947229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: মুম্বইয়ের বাড়ি থেকে বের হতেই ক্যামেরাবন্দি বলিউডের ভাইজান (Bhaijaan)। নজরে তাঁর নতুন 'হেয়ারস্টাইল' (hairstyle)। রবিবার রাতে তাঁকে এক রেস্তোরাঁয় পৌঁছতে দেখা গেল। এক পার্টিতে উপস্থিত হন তিনি। তবে সলমন খানকে (Salman Khan) দেখা গেল 'মুণ্ডিত' মস্তকে (bald look)।
মাথায় নেই চুল, একেবারে নয়া হেয়ারস্টাইলে ক্যামেরাবন্দি সলমন খান
সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল সলমন খানের নতুন লুক। রবিবার রাতে মুণ্ডিত মস্তকে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হলেন অভিনেতা। তাঁকে দেখা গেল নিজের গাড়িতে চড়ে একটি রেস্তোরাঁয় পৌঁছতে। কালো ট্রাউজার, কালো শার্টে নজর কাড়লেন তিনি। লোকেশনে পৌঁছতেই পেলেন উষ্ণ অভ্যর্থনা। করমর্দন করে ঢুকে যান রেস্তোরাঁর ভিতরে।
সলমন খানের নতুন লুক দেখে উত্তেজিত তাঁর অনুরাগীরা। পাপারাৎজিদের পোস্ট করা ভিডিওর কমেন্ট অংশ ভরেছে তাঁদের বহুল প্রশ্নে। একজন লেখেন, 'ওঁর পরের আর্মি থ্রিলার ছবির লুক টেস্ট।' অপর একজন লিখলেন, 'চুল ছাড়াও ওঁকে হ্যান্ডসাম লাগছে... কিছু মানুষকে সুন্দর দেখানোর জন্য চুলেরও প্রয়োজন পড়ে না।' অনেকেই কমেন্ট বক্সে লাল হার্ট ও আগুন ইমোজি পোস্ট করেছেন। একজন আবার লেখেন, 'কর্ণ জোহরের আগামী ছবি বিষ্ণুবর্ধনের জন্য লুক টেস্টিং'।
সলমন খান বিভিন্ন ছবিতেই নিজের হেয়ারস্টাইল নিয়ে প্রায়ই পরীক্ষা নিরীক্ষা করে থাকেন। তার বড় উদাহরণ 'তেরে নাম' ও 'সুলতান'। 'তেরে নাম' ছবিতে তাঁর বড় চুল দেখে সেই ছাঁটে চুল রাখতে শুরু করেন অনুরাগীরাও। ওই ছবিতেও তাঁকে মুণ্ডিত মস্তকে দেখা গেছে। 'সুলতান' ছবিতেও তাঁকে একেবারে ছোট করে ছাঁটা চুলে দেখা গেছে। ২০২১ সালের 'সা রে গা মা পা' অনুষ্ঠানে এসে তিনি নিজের ছবির জন্য মাথা ন্যাড়া করার প্রসঙ্গেও কথা বলেন।
View this post on Instagram
সলমন বলেছিলেন, 'বেশি মানুষ জানেন না তবে 'তেরে নাম' ছবিতে আমার লুকের পিছনে একটা গল্প আছে। ছবির প্রযোজক, সুনীল মনচন্দা, আমার খুব কাছের বন্ধু, আমার কাছে এই প্রস্তাব আনেন আমি তখন অন্য ছবির শ্যুটিং করছিলাম। তিনি বলেন যে আমার চরিত্রের প্রয়োজনে আমাকে মাথা ন্যাড়া করতে হবে। যেহেতু আমি অন্য একটা ছবিতে কাজ করছিলাম তাই খুব নিশ্চিত হতে পারিনি।' তিনি আরও বলেন, 'আমার এখনও মনে আছে একদিন আমার প্রবল জ্বর, আর ওই অন্য ছবির পরিচালক বারবার আমাকে শ্যুটে আসতে বলছিলেন। বিরক্ত হয়ে, আমি বাথরুম যাই, আর পুরো মাথা কামিয়ে ফেলি। পরের দিন আমি সুনীল জিকে ফোন করে বলি যে আমি ন্যাড়া হয়ে গিয়েঠি এবং 'তেরে নাম' ছবিতে সই করতে আমি তৈরি।'
আরও পড়ুন: Sunny Deol: 'গদর ২' ছবির বিপুল সাফল্যের আবহে 'বর্ডার ২' নিয়ে ভাবনা সানি দেওলের? উত্তর দিলেন অভিনেতা
কাজের ক্ষেত্রে, সলমন খানকে এরপর দেখা যাবে 'টাইগার ৩' ছবিতে, ক্যাটরিনা কাইফের বিপরীতে। এই ছবিতে অভিনয় করেছেন ইমরান হাশমিও। এই ছবিটি দীপাবলির মরশুমে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)