Big Boss-Khatron Ke Khiladi: চ্যানেলের সঙ্গে চুক্তির সমস্যা, বন্ধ হচ্ছে 'বিগ বস' আর 'খতরোঁ কি খিলাড়ি'?
Salman Khan and Rohit Shetty: শোনা গিয়েছিল, 'বিগ বস' এবং 'খতরোঁ কে খিলাড়ি'-র নতুন সিজন এ বছর মুক্তি পাবে না

কলকাতা: সলমন খানের সঞ্চালনায় 'বিগ বস' (Big Boss) আর রোহিত শেট্টির সঞ্চালনায় 'খতরোঁ কে খিলাড়ি' (Khatron Ke Khiladi) শো দুটি গোটা দেশেই বেশ জনপ্রিয়। দুটি শো-এরই আলাদা আলাদা আবেদন রয়েছে। একদিকে যেমন রয়েছে জমজমাট অ্যাকশন, অন্যদিকে তেমন রয়েছে কূটনীতির লড়াই। তবে সদ্যই শোনা গিয়েছিল, এই দুটি শো-ই নাকি বন্ধ হতে চলেছে। সম্প্রতি এমন খবর এসেছিল যে, বাণিজ্য এশিয়া এবার কালার্সের সঙ্গে কোল্যাবরেশনে যেতে বা যুক্ত হতে রাজি হয়নি। বাণিজ্য এশিয়া, এন্ডেমলের কিছু মতবিরোধের পর কালার্স টিভি এই দুটি শো প্রযোজনার কাজ থেকে সরে দাঁড়িয়েছে। এই মতবিরোধ দুই মাস আগে শুরু হয়েছিল।
বাতিল হতে পারে 'বিগ বস' এবং 'খতরোঁ কে খিলাড়ি'?
শোনা গিয়েছিল, এই কারণেই নাকি, 'বিগ বস' এবং 'খতরোঁ কে খিলাড়ি'-র নতুন সিজন এ বছর মুক্তি পাবে না। যদিও, এখন শো সদ্য পাওয়া আপডেট অন্য খবরই দিচ্ছে। শোনা যাচ্ছে, শো দুচি বাতিল হয়নি, বরং স্থগিত হয়েছে। তাও কিছুটা সময়ের জন্যই সদ্য পাওয়া খবর অনুযায়ী, কালার্স নতুন প্রযোজকদের খুঁজছে। তাই শো বাতিল হবে না, শুধুমাত্র কিছুটা দেরিতে শুরু হবে। আরও একটি সূত্র বলছে, 'খতরোঁ কে খিলাড়ি'-র জন্য কিছু সেলিব্রিটিকে ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। কিছু সেলিব্রিটির সঙ্গে আলোচনা চলছে।' উল্লেখ্য, অরি, ঈশা মালব্য, মুন্নব্বর ফারুকি, খুশবু পাটানী এবং নীরজ গোয়াতের মতো তারকাদের চুক্তিবদ্ধ করা হয়েছে 'খতরোঁ কে খিলাড়ি'-র জন্য।
কর্ণবীর মেহরা বিজয়ী হয়েছিলেন
বিগ বসের কথায় আসলে, এখন পর্যন্ত শো-র ১৮ টি সিজন এসেছে। ১৮ তম সিজনে কর্ণবীর মেহরা বিজয়ী হয়েছিলেন। অন্যদিকে 'খতরোঁ কে খিলাড়ি'-র ১৪টি সিজন এসেছে। ১৪তম সিজনের বিজয়ীও করণ বীর মেহরা ছিলেন। কর্ণবীর তাঁর দৃঢ় ব্যক্তিত্ব দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন।
কুণাল কামরা ও 'বিগ বস' বিতর্ক
সদ্য কুণাল কামরা জানিয়েছিলেন, তিনি নাকি বিগ বসে যাওয়ার অফার পেয়েছিলেন। কিন্তু, কুণাল ওই কাস্টিং ডিরেক্টরকে লেখেন, 'এর চেয়ে আমি মানসিক চিকিৎসাকেন্দ্রে ভর্তি হতে রাজি'। কুণালকে 'বিগ বস ওটিটি সিজন ৪', না 'বিগ বস ১৯'-এর জন্য প্রস্তাব দেওয়া হয়, তা এখনও অস্পষ্ট। তবে যে স্ক্রিনশটটি শেয়ার করেছেন কুণাল, তাতে দেখা গিয়েছে, সলমনের 'রাধে' ছবির একটি গান চলছে। তাই সলমনের সঞ্চালনাতেই তাঁকে টেলিভিশনের 'বিগ বস'-এ অংশ নিতে বলা হয় বলে মনে করছেন অনুরাগীরা।






















