Salman Khan: ভুয়ো অনুষ্ঠানের বিজ্ঞাপন সম্পর্কে সতর্ক করলেন সলমন খান, প্রতারকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি
Salman Khan Post: গত কয়েকদিন ধরে একটি অনলাইন টিকিট বিক্রির সংস্থা সলমন খানের একটি অনুষ্ঠানের সম্ভাবনা নিয়ে বিজ্ঞাপন দিয়ে চলেছে। সেখানে দাবি করা হয়েছে ৫ অক্টোবর USA-তে অনুষ্ঠান করবেন সলমন।
মুম্বই: গুজবে ইতি টানলেন বলিউড তারকা সলমন খান (Salman Khan) নিজেই। পোস্ট করে জানালেন তাঁর নাম করে মার্কিন মুলুকে (USA Concert) অনুষ্ঠানের ভুয়ো খবর ছড়ালে, এবং ধরা পড়লে আইনি ব্যবস্থা (legal action) নেওয়া হবে। এমন কোনও অনুষ্ঠান তিনি বা তাঁর টিমের তরফে আয়োজন করা হয়নি বলে স্পষ্ট করলেন তিনি।
মার্কিন মুলুকে কোও অনুষ্ঠান করছেন না সলমন খান, পরিষ্কার জানালেন অভিনেতা
নিজের ইনস্টাগ্রামে হ্যান্ডলে সোমবার একটি পোস্ট করেন সলমন খান। সেখানে পরিষ্কার লেখা হয়, 'এতদ্বারা জানানো হচ্ছে যে সলমন খান বা তাঁর সঙ্গে সম্পর্কযুক্ত কোনও সংস্থা ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে কোনও আসন্ন কনসার্টের আয়োজন করেনি। সলমন খান পারফর্ম করছেন এমন দাবি সম্পূর্ণ মিথ্যা। দয়া করে এমন কোনও ইভেন্টের প্রচার করে আসা কোনও ইমেল, মেসেজ বা বিজ্ঞাপনে বিশ্বাস করবেন না। প্রতারণামূলক উদ্দেশ্যে সলমন খানের নাম মিথ্যাভাবে ব্যবহার করছে এমন কাউকে পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে একটি অনলাইন টিকিট বিক্রির সংস্থা সলমন খানের একটি অনুষ্ঠানের সম্ভাবনা নিয়ে বিজ্ঞাপন দিয়ে চলেছে। সেখানে দাবি করা হয়েছে ৫ অক্টোবর, আমেরিকার আর্লিংটন থিয়েটারে সলমন খান উপস্থিত থাকতে পারেন। বিজ্ঞাপনে তারকা অভিনেতার ছবিও ব্যবহার করা হয়েছে যাতে তাঁর অনুরাগীরা রীতিমতো বিব্রত।
View this post on Instagram
আজ সকালের দিকে, সলমন খানের ম্যানেজার জরডি পটেল ইনস্টাগ্রাম স্টোরিতে সেই টিকিটের একটি স্ক্রিনশট শেয়ার করে লেখেন, 'স্ক্যাম অ্যালার্ট! টিকিট কিনবেন না।'
কিছুদিন আগে গত ২৩ অগাস্ট 'ম্যায়নে পেয়ার কিয়া' ছবির ৩৫তম বর্ষপূর্তি উপলক্ষ্যে পুনরায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় তারকার সেই ছবি। আবারও বড়পর্দায় নস্ট্যালজিক হন সকলে। আবারও প্রেমের সাগরে ডুব দেন সকলে।
রাজশ্রী প্রোডাকশনসের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে আনুষ্ঠানিকভাবে এই ছবির পুনরায় মুক্তির কথা ঘোষণা করা হয়। দুটি ছবির কোলাজ পোস্ট করেন তারা যেখানে মুখ্য দুই চরিত্রে সলমন ও ভাগ্যশ্রীকে দেখা যাচ্ছে। ক্যাপশনে লেখেন, 'ওঁদের 'পেয়ার ভরি দোস্তি' পুনরায় উপভোগ করার সময় এসে গিয়েছে কারণ ম্যায়নে পেয়ার কিয়া পুনরায় মুক্তি পাচ্ছে ২৩ অগাস্ট ২০২৪-এ নির্দিষ্ট PVR Inox Pictures ও Cinepolis India প্রেক্ষাগৃহে।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।