এক্সপ্লোর
রণবীরের বক্স অফিসে সাম্প্রতিক ফ্লপ ছবি নিয়ে বিগ বসের মঞ্চে সলমনের খোঁচা

মুম্বই: রণবীর কপূর-সলমন খানের মধ্যে যে ঠাণ্ডা লড়াই রয়েছে, সেটা বলিউডের অন্দরের প্রায় সকলেরই জানা। যদিও রণবীর তাঁর রুপোলি পর্দার সফর সঞ্জয় লীলা বনশালীর যে ছবি দিয়ে শুরু করেছিলেন, সেই ‘সাওয়ারিয়া’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন সলমন। তারপর অবশ্য ক্যাটরিনা কাইফকে নিয়ে খান-কপূরের মধ্যে বহু মনোমালিন্য হয়েছে। দুজনকে একসঙ্গে স্ক্রিন স্পেস ভাগ করে নিতেও সেভাবে দেখা যায়নি। এবার বিগ বসে রণবীরের সাম্প্রতিক ফ্লপ ছবি নিয়ে খোঁচাও দিতে শোনা গিয়েছে সলমন খানকে। ‘ডিয়ার জিন্দেগী’র প্রচারের জন্যে বিগ বসে এসেছিলেন আলিয়া ভট্ট। সেখানেই আলিয়াকে সলমন বলেন, রণবীর সিংহকে তুমি এবার গায়েব করে দাও, রণবীর কপূরতো গায়েব হয়েই গেছে। প্রসঙ্গত, রণবীরের সাম্প্রতিক অসফলতাই এই খোঁচার নেপথ্যে আছে বলে মনে করা হচ্ছে। ‘ড্রাগন’ ছবিতে আলিয়া-রণবীরের একসঙ্গে কাজ করার কথা। স্বাভাবিক ভাবেই নিজের পরবর্তী ছবির সহ-অভিনেতাকে নিয়ে এভাবে খোঁচা দেওয়ায় কিছুটা অপ্রস্তুতে পড়ে যান আলিয়া।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















