এক্সপ্লোর
Advertisement
শ্যুটিং করতে গিয়ে পাঁজরে চোট, তারপরও কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত সঞ্জয় দত্তের
মুম্বই: চম্বলে 'ভূমি' ছবির শ্যুটিং চলাকালে পাঁজরে গুরুতর চোট পান অভিনেতা সঞ্জয় দত্ত। তবে আঘাতের পরও শ্যুটিং থেকে বিরতি না নেওয়ারই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। সূত্রের খবর, নিজের এই কামব্যাক ছবির জন্যে কার্যত ঘাম, চোখের জল ও রক্ত ঝরিয়ে পরিশ্রম করছেন সঞ্জয়।
আর তাঁর এই পরিশ্রমকে কুর্নিশ জানিয়ে ছবির প্রযোজক ভূষন কুমার বলেছেন, অভিনেতার এই প্রচেষ্টাকে তিনি প্রশংসা না করে পারছেন না। এমনকি পাঁজরে আঘাতের জন্যে মারাত্মক যন্ত্রণাও অভিনেতাকে সহ্য করতে হচ্ছে বলে জানিয়েছেন প্রযোজক।
ছবির ক্লাইমেক্স-এর দৃশ্য শ্যুটিংয়ের সময় এই চোট লাগে সঞ্জয়ের। চম্বলে এই ছবির শ্যুটিং চলছে। এক্স-রে রিপোর্টে একটা ফ্র্যাকচার রয়েছে সঞ্জু বাবার। কিন্তু তা সত্ত্বেও শ্যুটিং থেকে একটুও বিরতি নেননি অভিনেতা। এই ছবির অন্য একটি দৃশ্য শ্যুটিংয়ের সময় সঞ্জয়ের মাথায় চোট লেগে যায়। ছবিটি মুক্তি পাবে আগামী ৪ অগাস্ট। ছবিটির বেশিরভাগ শ্যুটিং হওয়ার কথা উত্তর প্রদেশে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement