Sara Ali Khan: 'এটা আমার ভুল করার বয়স', কোন ভুলের কথা স্বীকার করলেন সারা?
Sara Ali Khan: কোন প্রসঙ্গে এই কথা বললেন সইফ কন্য়া?
কলকাতা: ২০১৮ সালে অভিষেক কাপুরের পরিচালনায় কেদারনাথের মাধ্যমে বলিউডের মাটিতে পা রেখেছিলেন সারা আলি খান। তারপর একে একে বেশকিছু ছবিতে কাজ করেছেন অভিনেত্রী লাভ আজ কাল (Love Aj Kal), এবং কুলি নং 1 (Coolie No 1) এবং আতরাঙ্গি রে (Atrangi Re)-এর মত একাধিক ছবিতে কাজ করেছেন। কিন্তু এতগুলো ছবিতে কাজের পরও তাঁকে বিভিন্ন মহলে সমালোচিত হতে হয়েছে। তাঁর অভিনয় প্রভিতা থেকে অভিব্য়ক্তি সবকিছু নিয়েই নানান মন্তব্য় করা হয়েছেন সইফ কন্য়াকে।
সম্প্রতি এবিপি নেটওয়ার্ক আয়োজিত একটি কনক্লেভের মঞ্চে এই সমালোচনার উত্তর দিলেন সারা। তিনি জানান, "একজন অভিনেতা হিসাবে, আমরা প্রতিদিন অনেক কিছু না কিছু শেখার চেষ্টা করি। তবে আমিও অনুভব করি যে আমি কিছু ভুল করেছি। এমন ছবি করেছি, যেগুলো দর্শক পছন্দ করেননি। কিন্তু তারপর আবার, এটা আমার ভুল করার বয়স।”
তিনি আরও বলেন, 'আমি অনুভব করি উপরে উঠতে হলে নিচে পড়ে যাওয়া গুরুত্বপূর্ণ। তাছাড়া, আমি শিখেছি যে ভুল করা জীবনেরই একটি অংশ এবং আমি সব ভুল থেকে শিক্ষা গ্রহণ করি।'
আরও পড়ুন...
Sushmita Sen:হৃদরোগে আক্রান্ত সুস্মিতা সেন, হয়েছে অ্যাঞ্জিওপ্লাস্টিও, এখন কেমন আছেন?
এই অনুষ্ঠানে, নেপোটিজম ইস্য়ুতেও মুখ খুললেন অভিনেত্রী।অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরির ক্ষেত্রে বা ব্রেক পেতে তারকা সন্তানদের থেকে বাইরের মানুষদের বেশি কঠিন পরিশ্রম করতে হয় কি না। সারা বলেন, তিনি তাঁর নিজের স্থান সম্পর্কে অবগত। তাঁর মতে, 'যে সমস্ত জিনিস আমরা নিয়ন্ত্রণ করতে পারব না সেই সম্পর্কে বেশি ভাবা, চর্চা করা, বা গুরুত্ব দেওয়া একেবারে লাভজনক নয়। এখন আমার মা বাবা কে, সেটা তো আমি বদলাতে পারব না। আমার চেষ্টা এটাই থাকবে যে নিজের অস্তিত্ব যাতে নিজে তৈরি করতে পারি। কিন্তু আমি আমার নামের থেকে পালাতে তো পারব না, এবং আমি পালাতে চাইও না। কিন্তু আমার চেষ্টা এটাই থাকবে যে মানুষ যাতে আমার কাজ পছন্দ করে এবং ফলস্বরূপ তাঁরা যাতে আমাকে স্বতন্ত্রভাবেও চেনে।' তিনি আরও বলেন যে তিনি তাঁর বিশেষাধিকার সম্পর্কে 'কৃতজ্ঞ' এবং 'সচেতন'। সারার কণ্ঠে ইতিবাচক স্বর শোনা গেল। তিনি বলেন, 'মানুষ আমাকে সিম্বা ও কেদারনাথ ছবির পর স্বতন্ত্রভাবে চিনতে শুরু করেছে।'