Saswata Chatterjee Exclusive: 'পিছনের সিটে ডাক্তার-নার্সের কোলে সদ্যজাত অসুস্থ মেয়ে, আমি গাড়ি চালাচ্ছি..'
বলিউড থেকে বলিউড, দুই ইন্ডাস্ট্রিতেই কার্যত রাজত্ব করছেন তিনি। অস্ত্র? তাঁর অভিনয় দক্ষতা। আদ্যপান্ত বাঙালি এই নায়ক পর্দায় কখনও নিষ্ঠুর খুনি আবার কখনও নিছক ভালোমানুষ।
![Saswata Chatterjee Exclusive: 'পিছনের সিটে ডাক্তার-নার্সের কোলে সদ্যজাত অসুস্থ মেয়ে, আমি গাড়ি চালাচ্ছি..' Saswata Chatterjee Exclusive: Actor Saswata Chatterjee shares a unknown story about his daughter before woman's day Saswata Chatterjee Exclusive: 'পিছনের সিটে ডাক্তার-নার্সের কোলে সদ্যজাত অসুস্থ মেয়ে, আমি গাড়ি চালাচ্ছি..'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/05/9a09a33096a055c04be7f0eb7dbbd3fc_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: টলিউড থেকে বলিউড, দুই ইন্ডাস্ট্রিতেই কার্যত রাজত্ব করছেন তিনি। অস্ত্র? তাঁর অভিনয় দক্ষতা। আদ্যপান্ত বাঙালি এই নায়ক পর্দায় কখনও নিষ্ঠুর খুনি আবার কখনও নিছক ভালোমানুষ। যে কোনও চরিত্রকে বিশ্বাসযোগ্য করে ফুটিয়ে তুলতে তিনি পারদর্শী। আর পর্দার বাইরে এই মানুষটি কিন্তু একেবারে সংসারী, ঘরোয়া। শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)।
সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'আবার কাঞ্চনজঙ্ঘা'-র ট্রেলার। সামনেই নারীদিবস। ছবি নিয়ে কথার ফাঁকে অভিনেতার কাছে এবিপি লাইভ জানতে চেয়েছিল, শাশ্বত জীবনে কোন নারীর প্রভাব সবচেয়ে বেশি। উত্তরটা দিলেন বাবা শাশ্বত। বললেন, আমার মেয়ে। বিবাহিত জীবনের সেরা প্রাপ্তি তো সুন্দর সন্তান। আর কিছু চাওয়া তো থাকতে পারে না। আমার আর আমার মেয়ের সম্পর্কটা ভীষণ বন্ধুর মত আবার আদরেরও।' একটু থেকে হেসে শাশ্বত যোগ করলেন, 'সদ্য আমার মেয়ের আদরে ভাগ বসাতে এসেছে আরেকটি ছোট্ট মেয়ে। একটি গোল্ডেন রিট্রিভার (Golden Retriever)। তাতে আমার বড় মেয়ে মাঝে মাঝে একটু হিংসা করে।'
আরও পড়ুন: Ushasi Ray Exclusive: 'ঋদ্ধি হত ভালো রাক্ষস, আর আমি বসন্তবৌরি পাখি'
মেয়েকে নিয়ে কোনও ঘটনা আছে যেটা চিরজীবন মনে থাকবে? শাশ্বত বললেন, 'আমার মেয়ে যখন জন্মায়, প্রিম্যাচিওর (Premature) জন্মেছিল। যে হাসপাতালে ওর জন্ম হয়, সেখানে ইনকিউবেটর (Incubator) ছিল না। যখন ইনকিউবেটরে দেওয়ার মত পরিস্থিতি হয়, সেখানে অ্যাম্বুল্যান্সও ছিল না। আমার একটা ছোট গাড়ি ছিল তখন। তাতে হিটার চালালাম। পিছনের সিটে নার্সের কোলে আমার মেয়ে। ডাক্তার স্টেথো দিয়ে হৃদস্পন্দন মাপছে। আর ওই অসুস্থ মেয়েকে নিয়ে আমি নিজে গাড়ি চালিয়ে দক্ষিণ কলকাতা থেকে সল্টলেক গিয়েছিলাম মেয়েকে হাসপাতালে ভর্তি করার জন্য়। আমার এখনও সেই ঘটনাটা ছবির মত মনে আছে। তখন কী করে পেরেছিলাম জানি না। আজকে হলে হয়তো পারতাম না।' একটু যেন গলা ভারি হল তাঁর।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)