এক্সপ্লোর
শাহরুখ দুর্দান্ত গল্প বলে, ওর কথা শুনতে ভাল লাগে আমার, বললেন আমির
মুম্বই: তাঁর বন্ধু শাহরুখ খান ভীষণ মজাদার মানুষ, দারুণ গল্প বলতে পারেন। বললেন আমির খান।
সে সব পুরনো দিনের কথা, যখন শাহরুখ-আমির মোটেই বনত না। আমির তো নিজের কুকুরের নাম শাহরুখ রেখেছিলেন। কিন্তু এখন দুই নায়কে ফাটাফাটি দোস্তি। শাহরুখের ছেলের জন্মদিনে উপহার হাতে আসছেন আমির, শাহরুখ পোস্ট করছেন আমিরের সঙ্গে সেলফি।
পরিবর্তিত পরিস্থিতিতে আমির বলেছেন, ব্যক্তি হিসেবে তাঁরা দুজনেরই খুব কৌতূহলী, তবে শাহরুখ কথা বললে তিনি শুনতে পছন্দ করেন।
আমিরের কথায়, বহুবার শাহরুখের সঙ্গে বসে গল্প করেছি। ও ভীষণ মজাদার, দারুণ গল্প বলে। ওর কথা শুনতে প্রচণ্ড মজা লাগে।
আমিরের ধারণা, তাঁর ও শাহরুখের মধ্যে তিনিই বেশি কৌতূহলী, কারণ এসআরকে কথা বললে তিনি তা শুনতে চান। কারণ, শাহরুখের কথা বলার ধরন তাঁর প্রিয়। তিনি যে কোনও মুহূর্তকে জ্যান্ত করে তুলতে পারেন।
দঙ্গল-এর নায়ক এখন ব্যস্ত তাঁর আগামী ছবি সিক্রেট সুপারস্টার নিয়ে। তিনি জানিয়েছেন, এই ছবিতে তিনি যে চরিত্রে অভিনয় করছেন, তা ফুটিয়ে তোলা কঠিন ছিল কারণ ওই চরিত্রের মত চিন্তাভাবনা করতে হত তাঁকে। চরিত্রটি সব সময় নিজেকে সেরা ভাবে। তাই এই অনুভূতি তাঁরও ভেতর থেকে আসতে হত, যদিও বাস্তবে তা হয় না। বাস্তবে সব সময় নিজের কাজকে প্রশ্ন করেন তিনি।
১৯ তারিখ মুক্তি পাবে সিক্রেট সুপারস্টার।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
খবর
Advertisement