SRK, Man of The Day: ফরাসি খবরের চ্যানেলের প্রতিবেদনে শাহরুখ খান, মিলল 'ম্যান অফ দ্য ডে' তকমা
Shah Rukh Khan: সিদ্ধার্থ আনন্দ পরিচালিত শাহরুখ, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত, 'পাঠান' প্রথম দিনেই ৫৫ কোটি টাকার ব্যবসা করে। দ্বিতীয় দিনে সেই ব্যবসার পরিমাণ দাঁড়ায় ৭০ কোটিতে।
নয়াদিল্লি: কিং খান ফিরেছেন! আর যথাযথ অর্থেই 'বাদশাহি' সেই ফেরা। প্রায় ৪ বছর ধরে বড়পর্দা যে সুপারস্টারকে মিস করছিল, তিনি ফিরেই ঝড় তুলেছেন বক্স অফিসে। শাহরুখ খানের 'পাঠান' ভেঙেছে একাধিক রেকর্ড, তৈরি করেছে নতুন মাইলফলক। শুধুমাত্র অনুরাগীদের থেকেই নয়, ফিল্ম দুনিয়াও তাঁর প্রশংসায় পঞ্চমুখ। তবে শুধু ভারতেই নয়, বিশ্বজুড়ে নতুন ঢেউ তুলেছে পাঠান। সম্প্রতি এক ফরাসি খবরের চ্যানেলে এই ছবি সম্পর্কিত প্রতিবেদন দেখানোই এর প্রমাণ। এসআরকে-র ফ্যান ক্লাব থেকে শেয়ার করা হয়েছে সেই ভিডিও।
ফরাসি খবরের চ্যানেলে 'পাঠান' শাহরুখ
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন শাহরুখ খানের অনুরাগীরা। সেখানে দেখা যাচ্ছে শাহরুখ খানকে নিয়ে প্রতিবেদন তৈরি হয়েছে ফরাসি এক খবরের চ্যানেলে। তাঁকে 'ম্যান অফ দ্য ডে' তকমা দেওয়া হয়েছে। 'লে ১২৪৫' নামক অনুষ্ঠানে তাঁকে নিয়ে প্রতিবেদন তৈরি হয় এবং আলোচনার বিষয় রাখা হয়, জগতজুড়ে খ্যাত শাহরুখের স্টারডম, তাঁর ছবি পাঠান, এবং তাঁর প্রতি অনুরাগীদের ভালবাসা-সম্ভ্রম। এই ভিডিও ক্লিপ শেয়ার করে 'শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব'-এর তরফে লেখা হয়, 'ম্যান অফ দ্য ডে - শাহরুখ খান'
MAN OF THE DAY — SHAH RUKH KHAN@iamsrk was featured on a French News show Le 1245 where they talked about #Pathaan, his global superstardom, and how the love of his FANs trumps hate. 🖤✨#ShahRukhKhan #SRK@yrf #YRF50 pic.twitter.com/7KzAty31XM
— Shah Rukh Khan Universe Fan Club (@SRKUniverse) January 28, 2023
প্রসঙ্গত, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত শাহরুখ, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত, 'পাঠান' প্রথম দিনেই ৫৫ কোটি টাকার ব্যবসা করে। দ্বিতীয় দিনে সেই ব্যবসার পরিমাণ দাঁড়ায় ৭০ কোটিতে। ছবির এই বিপুল সাড়াপ্রাপ্তিতে পরিচালক বলেন, 'ইতিহাস রচনা। অনেকেই চান, কিন্তু কেউই সেটা পরিকল্পনা করে পারেন না। আমি এই মুহূর্তে অবিশ্বাস্যভাবে অভিভূত বোধ করছি এবং ফিল্ম সেটে ফিরে আসার এবং দর্শকদের জন্য আবার সত্যিই বিশেষ কিছু তৈরি করার চেষ্টার জন্য অনুপ্রাণিত হয়েছি। এটাই আমার মনের অবস্থা।'
আরও পড়ুন: 'Pathaan' Records: বক্স অফিসে 'পাঠান' ঝড়, শাহরুখ-দীপিকা-জন অভিনীত ছবির নতুন ২০ রেকর্ড
প্রসঙ্গত, 'পাঠান'-এর মারকাটারি ব্যবসাকে কটাক্ষ করে অভিনেত্রী কঙ্গনা রানাউত লিখেছেন, 'যাঁরা পাঠানকে ঘৃণার ওপর ভালবাসার জয় বলে দাবি করছেন, আমি একমত। কিন্তু কার ঘৃণার ওপর কার ভালবাসা? আসুন সুনির্দিষ্টভাবে বলা যাক, কে টিকিট কিনছে এবং এটিকে সফল করছে? হ্যাঁ এটি ভারতের ভালবাসাই বটে, যেখানে আশি শতাংশ হিন্দু বসবাস করে। তবুও পাঠান নামে একটি চলচ্চিত্র যা আমাদের শত্রু দেশ পাকিস্তান এবং ISIS-কে ভাল হিসেবে দেখায়, সেই ছবি সফলভাবে চলছে। এই চেতনাই ঘৃণা এবং বিচারের ঊর্ধ্বে গিয়ে আমাদের দেশ যে মহান, তা তুলে ধরে। এটি ভারতের ভালবাসা যা ঘৃণা এবং শত্রুদের ক্ষুদ্র রাজনীতিকে জয় করেছে। কিন্তু যাঁরা উচ্চাশা করছেন তাঁরা দয়া করে খেয়াল করুন… 'পাঠান' শুধুমাত্রই একটি ছবি। যা রয়ে যাবে এখানে, তা হল জয় শ্রী রাম ধ্বনি।'