এক্সপ্লোর
Advertisement
ইমতিয়াজের সঙ্গে ‘জব হ্যারি মেট সেজল’-এর শ্যুটের সময় শাহরুখ চেখে দেখলেন শামুক !
মুম্বই: ইমতিয়াজ আলি মারাত্মক খাদ্যরসিক সেটা সকলেরই জানা। তাঁর পাল্লায় পড়ে বলিউড বাদশাও তাঁদের আসন্ন ছবি 'জব হ্যারি মেট সেজল'-এর শ্যুটের সময় যে ভীষণ রকমের ভোজন রসিক হয়ে উঠেছিলেন, সেকথা হয়তো সবাই জানেন না। প্রসঙ্গত, এই ছবির প্রচারের জন্যে নিজের সহঅভিনেত্রী অনুষ্কা শর্মাকে সঙ্গে নিয়ে শাহরুখ গিয়েছিলেন ছোটপর্দার এক অনুষ্ঠানে।
সেখানেই বাদশার কাছে ইমতিয়াজের খাদ্যরসিক হওয়ার কথা জানতে চাওয়া হয়েছিল। প্রশ্নের জবাবে শাহরুখের উত্তর, এই একটি ব্যাপারেই ইমতিয়াজের সঙ্গে প্রয়াত যশ চোপড়ার ভীষণ মিল।
তারপর ছবির শ্যুটিংয়ের সময়ের কিছু অভিজ্ঞতার কথা শাহরুখ শেয়ার করেন সাক্ষাত্কারে। তিনি বলেন শ্যুট শেষের পর ইমতিয়াজ বলতেন তাঁর সঙ্গে বিভিন্ন ফুড জয়েন্টে যেতে। তবে ব্যাপারটা শুনতে যতটা মজার, অভিজ্ঞতাটা আরও বেশি মজাদার। কারণ বিভিন্ন জায়গার নানা অলিগলি দিয়ে ইমতিয়াজ সেই ফুড জয়েন্টে নিতে যেতেন বাদশাকে। হয়তো খুবই ছোট, কিন্তু সেই ফুড জয়েন্টের খাবার অসাধারণ। এমনকি অনেক সময় সিফুডও শাহরুখকে খাইয়ে দিয়েছেন ইমতিয়াজ। পরে অবশ্য বাদশা উপলব্ধি করেছেন তিনি শামুক খেয়েছেন।
এদিকে অনুষ্কার কাছে জানতে চাওয়া হয় শাহরুখের রোম্যান্টিক স্কিলের ব্যাপারে। অনুষ্কার জবাব, বাদশা এতটাই রোম্যান্টিক যে তিনি প্রয়োজন পড়লে মাইক্রোফোনকেও রোম্যান্স করতে পারেন, তবে খাবারকে নয়। কিন্তু ইমতিয়াজের জন্যে সেই অভ্যাসও বদলে ফেলেছেন বাদশা, সহাস্য দাবি অনুষ্কার।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement