Shah Rukh Khan: 'দুর্ভাগ্যজনক'! 'জওয়ান' ছবিতে নয়নতারার কম 'স্ক্রিন টাইম' নিয়ে মুখ খুললেন শাহরুখ
Jawan: শুক্রবার নিজের 'এক্স' হ্যান্ডলে 'আস্ক এসআরকে' শুরু করেছিলেন অভিনেতা। সেখানেই এক অনুরাগী লেখেন, 'সুজির সঙ্গে আজাদের বন্ধন খুবই ভাল লেগেছে।...'
নয়াদিল্লি: বক্স অফিসে ঝড় তুলেছে অ্যাটলি কুমার (Atlee Kumar) পরিচালিত ও শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত 'জওয়ান' (Jawan)। কিন্তু তার মধ্যেই শোনা যাচ্ছে যে পরিচালকের ওপর বেজায় চটেছেন অভিনেত্রী নয়নতারা (Nayanthara)। এবার সেই আবহেই এই বিষয়ে মুখ খুললেন কিং খান। পর্দার নর্মদার চরিত্র নিয়ে কী বললেন পর্দার আজাদ?
নয়নতারা চরিত্র নিয়ে মুখ খুললেন শাহরুখ
'জওয়ান' ছবির মূল নায়িকা নয়নতারা। কিন্তু অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, ছবিতে নয়নতারাকে নিয়ে শ্যুট হওয়া একাধিক দৃশ্য নাকি ছেঁটে ফেলা হয়েছে। বেশি প্রাধান্য দেওয়া হয়েছে দীপিকা পাড়ুকোনের 'ক্যামিও' চরিত্রকে। ফলে পরিচালকের ওপর নাকি বেশ ক্ষুব্ধ অভিনেত্রী। এরই মাঝে অভিনেত্রীর চরিত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন কিং খান।
শুক্রবার নিজের 'এক্স' হ্যান্ডলে 'আস্ক এসআরকে' শুরু করেছিলেন অভিনেতা। সেখানেই এক অনুরাগী লেখেন, 'সুজির সঙ্গে আজাদের বন্ধন খুবই ভাল লেগেছে। একক মায়ের গল্পটা এত সূক্ষতার সঙ্গে দেখানো হয়েছে খুবই রিফ্রেশিং। জীবনের প্রতিটি ক্ষেত্রের মহিলাদের প্রতিনিধি হিসেবে আনার জন্য ধন্যবাদ।' এর উত্তরে শাহরুখ খান লেখেন, 'আমারও মনে হয়েছে যে একক মা হিসেবে নর্মদার গল্পটা অসাধারণ ছিল। দুর্ভাগ্যজনক একাধিক জিনিসের মধ্যে বেশি স্ক্রিনটাইম দেওয়া যায়নি কিন্তু যতটাই ছিল তাও দুর্দান্ত।'
I also felt that the story of Narmada as a single mom was amazing. Unfortunately in the scheme of things couldn’t find more screen time but as is was also wonderful. #Jawan https://t.co/QStZVAOMxC
— Shah Rukh Khan (@iamsrk) September 22, 2023
ছবিতে যদিও দীপিকা পাড়ুকোনের ক্যামিও চরিত্র ছিল বলে ঘোষণা করা হলেও অনেকেরই এ ব্যাপারে বিরূপ মত। নায়িকার ঘনিষ্ঠ সূত্রের দাবি, 'দীপিকার চরিত্র একেবারেই ক্যামিও ছিল না। 'জওয়ান' প্রায় একটা শাহরুখ-দীপিকার ছবির মতোই দেখানো হয়েছে। নয়নতারা দক্ষিণের প্রথম সারির তারকা অভিনেত্রী ফলে জওয়ানে তিনি যে ব্যবহার পেয়েছেন তাতে একেবারেই সন্তুষ্ট নন। এবং এই কারণে হতেই পারে তাঁকে আর কখনও কোনও বলিউড প্রজেক্টে দেখাই গেল না, অন্তত এখনই তো নয় বটেই।'
আরও পড়ুন: Priyanka-Parineeti: পরিণীতির বিয়েতে উপস্থিত থাকতে পারবেন না প্রিয়ঙ্কা? শুভেচ্ছার পোস্টে ইঙ্গিত তেমনই
এদিকে বড়পর্দায় শাহরুখ খান ও নয়নতারা জুটিকে অত্যন্ত ভালবেসেছেন দর্শক ও অনুরাগীরা, নিঃসন্দেহে এমন খবরের প্রত্যাশা করেননি তাঁরা। এই টানাপোড়েনের ভবিষ্যৎ কী হয় তা তো বলবে সময়। তবে অ্যাটলি ও নয়নতারার সম্পর্ক বহুদিনের। একসঙ্গে কাজ করেছেন একাধিক দক্ষিণী ছবিতে। পরিচালকের জন্মদিনেও তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেননি অভিনেত্রী।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial