এক্সপ্লোর
Advertisement
দেখতে এত কুৎসিত ছিলাম, ভেবেছিলাম আমার দ্বারা অভিনয়টা হবে না : শাহরুখ
সম্প্রতি একটি অনুষ্ঠানে দিল্লিতে এসেছিলেন শাহরুখ। কাজের সূত্রে জন্মস্থানে এসে শাহরুখ ফিরে গেলেন তাঁর কৈশোরের স্মৃতিতে।
মুম্বই: ‘আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমার মা-বাবার রুপোলি পর্দার সঙ্গে কোনওদিন কোনও যোগসূত্র ছিল না! গোটা দুনিয়া আমায় প্রচুর ভালোবাসা দিয়েছে। আমার এখনও এটা স্বপ্নের মত মনে হয়। আমি এখনও সেই দিল্লির ছেলে।’ কথাগুলির বক্তা খোদ বলিউডের বাদশা শাহরুখ খান। সম্প্রতি একটি অনুষ্ঠানে দিল্লিতে এসেছিলেন শাহরুখ। কাজের সূত্রে জন্মস্থানে এসে শাহরুখ ফিরে গেলেন তাঁর কৈশোরের স্মৃতিতে।
দিল্লিতে এসে নিজেকে কখনও তারকা মনে করতে চান না শাহরুখ। ‘আমার দিল্লিতে এসে নিজের স্টার ইমেজ বজায় রাখতে ভালো লাগে না। আমি আমার কাজকে ভালোবাসি ও অভিনয় করে যাব। আমার স্বপ্ন ছিল একটা পাঁচতারা হোটেলে একটা সিনেমা হল চালাব। সেখান থেকে আমি কোনওদিন নায়ক হয়ে যাব আমি ভাবতে পারিনি।’
প্রথম ১৯৯২ সালে আজিজ মির্জা পরিচালিত ‘রাজু বন গ্যায়ে দিওয়ানা’ ছবিতে অভিনয় করেন শাহরুখ। নিজের প্রথম রুপোলি পর্দায় অভিনয় করার স্মৃতিচারণ করে শাহরুখ বলেন, ‘নানা পাটেরক, অমৃতা সিং, জুহি চাওলার মতো তারকাদের সামনে আমায় যতটা খারাপ দেখতে লাগছিল, ততটাই খারাপ অভিনয় করেছিলাম আমি। আমার চুলগুলো অত্যন্ত খারাপ ছিল আর পর্দায় আমায় কুৎসিত দেখাচ্ছিল। ভেবেছিলাম আমার দ্বারা অভিনয়টা হবেই না। শেষমেষ জুহি আর আজিজ আমায় ভরসা দেয়।’
কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবন, দিল্লিতে স্ত্রী গৌরীর সঙ্গে প্রেমের স্মৃতিও উঠে আসে তার কথায়। সেসময় গৌরীর সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য কাকার থেকে স্কুটার ধার নিতে হয়েছিল শাহরুখ কে।
দশেরা, দিওয়ালি আর হোলি, দিল্লিতেই কাটাতে চান শাহরুখ। ছোট্ট আব্রাহামকে দিল্লির অনুষ্ঠান দেখানোর ইচ্ছা তাঁর। কিন্তু ফিরতে হবে মুম্বইতে। সেখানকার উৎসবের রীতি অন্য তাই আক্ষেপের সুর বলিউডের বাদশার গলায়! দিল্লিতে রয়ে গেছে নায়কের বড় হয়ে ওঠা। তাই এদিন তাঁর কথার মধ্যে বারে বারে ফিরে আসে দিল্লির স্মৃতি।
‘দিল্লি আসার বিমানে চাপলে এখনও মনে হয় মা-বাবার কাছে যাচ্ছি। মাঝরাতে কবরস্থানে গিয়ে মা-বাবার কবরের সামনে বসি। আমি দিল্লি ছেড়ে গেলেও, দিল্লি আমায় ছাড়বে না। এখানে আমার জীবনের সবচেয়ে বিশেষ সময় রয়ে গেছে, মা-বাবার সঙ্গে কাটানো সময়।’
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
বিনোদনের
খবর
Advertisement