এক্সপ্লোর
আরিয়ানকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে গিয়ে বিচ্ছেদে কাতর শাহরুখ, লিখলেন হৃদয় ছুঁয়ে যাওয়া পোস্ট

ক্যালিফোর্নিয়া: শাহরুখ খান এবং তাঁর পরিবার এখন মার্কিন মুলুকে রয়েছেন। তাঁদের মূল উদ্দেশ্যেই হল পুত্র আরিয়ানকে সাউথ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো। কিন্তু ছেলেকে সেখানে রেখে আসতে গিয়ে সাধারণ একজন বাবার মতোই কাতর বলিউড সুপারস্টার শাহরুখ খান। শাহরুখের সাম্প্রতিক একটি ইন্সটাগ্রাম পোস্ট সত্যিই সকলের হৃদয় ছুঁয়ে গেছে। তিনি লিখেছেন
ছেলে আরিয়ান খানকে যেন ছেড়ে যেতেই পারছেন না ‘বাবা’ শাহরুখ। শাহরুখের ইন্সটাগ্রাম পোস্ট দেখে বোঝাই যাচ্ছে, তিনি এখনই ছেলের সঙ্গে আসন্ন বিচ্ছেদ যন্ত্রণায় কাতর। এদিকে মেয়ে সুহানার সঙ্গে এই ছবিটি ইন্সটাগ্রামে পোস্ট করেছেন মা গৌরি
Melrose defines the L.A experience ... Funky#walking#shopping#dining..@iamsrk A photo posted by Gauri Khan (@gaurikhan) on
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















