Shamita Shetty: আমিরের সঙ্গে প্রেম করছেন? মুখ খুললেন শমিতা শেট্টি
Bollywood Celebrity Updates: বি টাউনের আনাচে কানাচে কান পাতলেই শোনা যাচ্ছে তেমনই গুঞ্জন। সত্যিই কি জীবনে নতুন সম্পর্ক এসেছে? এবার মুখ খুললেন শমিতা নিজেই।
মুম্বই: বলিউড অভিনেতা আমির আলির (Aamir Ali) সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শমিতা শেট্টি (Shamita Shetty)? রাকেশ বাপাতের (Raquesh Bapat) সঙ্গে বিচ্ছেদের পর নতুন করে প্রেমে পড়েছেন? বি টাউনের আনাচে কানাচে কান পাতলেই শোনা যাচ্ছে তেমনই গুঞ্জন। সত্যিই কি জীবনে নতুন সম্পর্ক এসেছে? এবার মুখ খুললেন শমিতা নিজেই।
আমির আলির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শমিতা শেট্টি?
কিছুদিন আগেই নেট দুনিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায় শমিতা শেট্টির গালে চুম্বন করছেন আমির আলি। সেই ভিডিও থেকেই গুঞ্জন ছড়ায় যে, তাঁরা সম্পর্কে জড়িয়েছেন। শুধু তাই নয়। একাধিক সময় আমির আলি ও শমিতা শেট্টিকে একসঙ্গে পার্টি করতে দেখা গিয়েছে। পাপারাৎজ্জিদের ক্যামেরাবন্দিও হয়েছেন তাঁরা। সম্পর্কের গুঞ্জন ছড়াতেই নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে মুখ খুললেন অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি দীর্ঘ পোস্ট করে তিনি লিখেছেন, 'সমাজের কিছু মানুষের চিন্তাধারা দেখে আমি ক্লান্ত। কেন প্রত্যেকের প্রতিটা পদক্ষেপ নিজে এভাবে চর্চা করা হবে! কেন সত্যিটা না জেনেই একগাদা মিথ্যে গুঞ্জন ছড়ানো হবে? নেটিজেনদের নিচু মানসিকতা দেখে অবাক হয়ে যাচ্ছি। এবার আমাদের মন, মস্তিষ্ককে বিস্তৃত করার সময় এসেছে। একা এবং খুশি আছি। আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে দেশে আলোচনা করার।'
আরও পড়ুন - Urfi Javed: উরফি জাভেদ কি অন্তঃসত্ত্বা? ছবি পোস্ট করে নিজেই জানালেন সত্য়িটা
প্রসঙ্গত, 'বিগ বস'-এর ঘরে অন্য আর এক প্রতিযোগী রাকেশ বাপাতের সঙ্গে সম্পর্কে জড়ান বলিউড অভিনেত্রী শমিতা শেট্টি। বেশ কিছুদিন সম্পর্কে থাকার পর তাঁরা আলাদা হয়ে যান। অল্প কিছুদিনই একে অপরকে ডেটিং করছিলেন তাঁরা। নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলেও সেসব সুখের ক্যামেরাবন্দি মুহূর্ত তুলে ধরেন। কিন্তু সেই সম্পর্ক স্থায়ী হয়নি। সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে আলাদা হয়ে যান তাঁরা। রাকেশ বাপাতের সঙ্গে ব্রেকআপ প্রসঙ্গে শমিতা লেখেন, 'আমার মনে হয় এবার সমস্ত কিছু পরিস্কার করে দেওয়া দরকার। রাকেশ এবং আমি আর একসঙ্গে নেই। বেশ কিছু দিন ধরেই আমরা একসঙ্গে নেই। কিন্তু আমাদের এই মিউজিক ভিডিওরতে যে সমস্ত অনুরাগীরা ভালোবাসা দিয়েছেন এবং সমর্থন করেছেন, তাঁদের প্রতি ভালোবাসা জানাবো।'
অন্যদিকে, কাজের ক্ষেত্রে শমিতা শেট্টিকে খুব শীঘ্রই দেখা যেতে চলেছে 'টেন্যান্ট'-এ। যেটি মুক্তি পাবে আগামী ১০ ফেব্রুয়ারি।