![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Shrutinandan: 'শুধু দেশ নয়, এই গান তুলে ধরে বাংলা ভাষার মাধুর্যকেও', নতুন মিউজিক অ্যালবাম প্রসঙ্গে অজয় চক্রবর্তী
Shrutinandan New Music Video: স্বাধীনতার ৭৫তম বছরে (75 th year of India’s Independence) উদযাপনে মেতেছিল গোটা দেশ। আজাদি কা অমৃত মহোৎসব (Azadi Ka Amrit Mahotsav) উদযাপন করতে জাতীয় পতাকায় মুড়েছিল দেশ।
![Shrutinandan: 'শুধু দেশ নয়, এই গান তুলে ধরে বাংলা ভাষার মাধুর্যকেও', নতুন মিউজিক অ্যালবাম প্রসঙ্গে অজয় চক্রবর্তী Shrutinandan: Shrutinandan Releases Music Video, ‘Dhana Dhanya Pushpa Bhara’ To Commemorate 75 th Year 0f India’s Independence Shrutinandan: 'শুধু দেশ নয়, এই গান তুলে ধরে বাংলা ভাষার মাধুর্যকেও', নতুন মিউজিক অ্যালবাম প্রসঙ্গে অজয় চক্রবর্তী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/17/833464921d7ad3aec70c2547ae8e80ce166074473977249_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: দ্বিজেন্দ্রলাল রায়ের (Dwijendralal Roy) কলমের সেই চির পরিচিত গান এবার নতুন রূপে। শ্রুতিনন্দন-এর (Shrutinandan) তরফ থেকে স্বাধীনতা দিবসে প্রকাশিত হল নতুন মিউজিক ভিডিও 'ধন ধান্যে পুষ্পে ভরা' (‘Dhana Dhanya Pushpa Bhara’)।
এই মিউজিক অ্যালবামের সঙ্গে যুক্ত ছিলেন সঙ্গীত জগতের বিভিন্ন নামিদামি মানুষেরা। প্রখ্যাত তবলাবাদক ও সুরকার বিক্রম ঘোষ (Pandit Bickram Ghosh), প্রখ্যাত তবলাবাদক পন্ডিত তন্ময় বসু (Pandit Tanmoy Bose), পদ্মবিভূষণ অজয় চক্রবর্তী (Padmabhushan Pandit Ajoy Chakraborty), শ্রীমতী চন্দনা চক্রবর্তী (Smt. Chandana Chakraborty) ও শ্রী অনঞ্জন চক্রবর্তী (Shri Ananjan Chakraborty)।
স্বাধীনতার ৭৫তম বছরে (75 th year of India’s Independence) উদযাপনে মেতেছিল গোটা দেশ। আজাদি কা অমৃত মহোৎসব (Azadi Ka Amrit Mahotsav) উদযাপন করতে জাতীয় পতাকায় মুড়েছিল দেশ। আর সেই স্বাধীনতার দিনেই নতুন মিউজিক অ্যালবাম প্রকাশিত হয় শ্রুতিনন্দনের তরফ থেকে।
আরও পড়ুন: Ankush Hazra: অভিনেতা অঙ্কুশের নতুন ইনিংস, আগামী বছর আসছে 'মির্জা'
শ্রুতিনন্দনের ২৫ বছর পূরণ উপলক্ষ্যে এই মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। পন্ডিত অজয় চক্রবর্তী বলছেন, 'এই গানটি কেবলমাত্র দেশকে ভালোবাসার কথাই বলে না, তুলে ধরে বাংলা ভাষার মাধুর্যকেও।
View this post on Instagram
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)