Rahat Fateh Ali Khan: শিষ্যকে 'জুতোপেটা' রাহাত ফতেহ আলি খানের! ভিডিও ভাইরাল হতেই 'আসল' ঘটনা খোলসা করলেন শিল্পী
Viral Video: ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে রাহাত ফতেহ আলি খান, ওই ব্যক্তিকে বারবার মারছেন, হাতে একটি স্লিপার। সেখানে বারবার তাঁকে জিজ্ঞেস করতে শোনা যাচ্ছে, 'আমার বোতল কোথায়?'
নয়াদিল্লি: সম্প্রতি নেটিজেনদের কাঠগড়ায় উঠেছেন পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলি খান (Rahat Fateh Ali Khan)। যাঁর কণ্ঠে বুঁদ থাকে গোটা বিশ্ব, তাঁর একটি ভাইরাল ভিডিও (Viral Video) থেকে শুরু হয়েছে বিতর্ক। রীতিমতো সাধারণ মানুষের ক্ষোভের মুখে শিল্পী। কী এমন আছে সেই ভিডিওয়?
ভাইরাল ভিডিও ঘিরে উত্তেজনা, ক্ষোভের মুখে পড়লেন রাহাত ফতেহ আলি খান
পাকিস্তানের খ্যাতনামা সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলি খানের একটি ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি। সেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি রীতিমতো 'জুতোপেটা' করছেন শিল্পী এবং একটি হারিয়ে যাওয়া বোতল নিয়ে বারবার প্রশ্ন করছেন।
ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে রাহাত ফতেহ আলি খান, ওই ব্যক্তিকে বারবার মারছেন, হাতে একটি স্লিপার। সেখানে বারবার তাঁকে জিজ্ঞেস করতে শোনা যাচ্ছে, 'আমার বোতল কোথায়?' পরে ওই ব্যক্তির পরিচয় দিয়ে বলেন তিনি শিল্পীর শিষ্য নাভিদ হসনয়েন। যে ব্যক্তি 'প্রহৃত' হচ্ছিলেন তিনি পরে একটি ভিডিওয় খোলসা করেন যে তিনি 'দম কিয়া হুয়া পানি' অর্থাৎ 'পবিত্র জল'-এর বোতল হারিয়ে ফেলেছিলেন।
প্রায় মিনিট খানেক দীর্ঘ ভিডিওটি ভাইরাল হওয়ার পর 'এক্স' প্ল্যাটফর্মে রাহাত ফতেহ আলি খানের নাম ট্রেন্ড করতে থাকে। অবশ্যই সেটা কোনও ভাল কারণে হয়নি, একাধিক নেটিজেন শিল্পীর এই রূঢ় আচরণের জন্য ক্ষোভ প্রকাশ করেন। এই ভিডিও ভাইরাল হওয়ার পর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে গোটা ঘটনার কথা জানিয়ে ক্ষমা চেয়ে একটি ভিডিও পোস্ট করেন। তবে কীভাবে, কবে ও কখন সেই সময়ের ভিডিও রেকর্ড করা হয়েছে তা জানা যায়নি।
View this post on Instagram
ভিডিও অনুযায়ী, যে ব্যক্তিকে তিনি 'পেটাচ্ছিলেন', তাঁকে ও তাঁর বাবাকে পাশে নিয়ে দাঁড়িয়ে একটি বিবৃতি দিয়ে ভিডিও পোস্ট করেন শিল্পী। রাহাত ফতেহ আলি খান জানান, গোটা বিষয়টা 'উস্তাদ ও তাঁর শাগরেদ'-এর ভিতরের, এবং তিনি পরে ক্ষমাও চেয়ে নেন। ভিডিওয় তিনি বলেন, 'যখন একজন শিষ্য কোনও ভাল কাজ করে, আমরা তাদেরকে ভালবাসায় ভরিয়ে দিই এবং যখন সে কোনও ভুল করে, আমরা তাদের শাস্তিও দিই... আমি সেই সময় ওর কাছে ক্ষমাও চেয়ে নিই...।' রাহাত ফতেহ আলি খানকে 'উস্তাদ' সম্বোধন করে ওই শিষ্য দাবি করেন শিল্পীকে অসম্মান করার উদ্দেশ্যেই এই ভিডিও ভাইরাল করা হয়েছে। ওই ব্যক্তি বলেন, 'উস্তাদ জি এসে ক্ষমা চেয়েছিলেন। উনি আমার বাবা, আমার উস্তাদ ও এক বাবার তাঁর সন্তানকে শাস্তি দেওয়ার মধ্যে কোনও ভুল নেই।' ওই ব্যক্তির বাবাও এই বিষয়ে খোলসা করেন যে একজন শিষ্যকে যদি তাঁর গুরু শাস্তি দেন তাতে ভুল কিছু নেই।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।