এক্সপ্লোর
Advertisement
এবার রোমানিয় স্বামীকে মন্দিরে বিয়ে করলেন সোফিয়া, খোলাখুলি কথা বললেন 'নিখাদ যৌন উদ্দীপনা' নিয়ে
মুম্বই: হট এবং সাহসী সোফিয়া হায়াত যখন সন্ন্যাস নিয়েছিলেন তখন তাঁর প্রায় প্রতিটি ভক্তই বড় ধাক্কা খেয়েছিল। তখন তিনি আবার প্রতিশ্রুতি নিয়েছিলেন, তিনি কখনওই যৌনতায় লিপ্ত হবেন না। তবে তার কয়েকদিন বাদে আবার রোমানিয় যুবক ভ্ল্যাড স্ট্যানেসকুর সঙ্গে তাঁর ছবি দিয়ে সকলকে চমকে দেন। জানান তিনি এখন এই যুবকের সঙ্গে রোম্যান্স করছেন। তারপর পায়ে ঔঁ লিখে ট্যাটু তৈরি করিয়ে নয়া বিতর্কের সৃষ্টি করেন।
তবে এরপরও থামেনিন সোফিয়া। ফের তিনি সোশ্যাল মিডিয়ায়ে ঘোষণা করেন, অল্প কিছুদিনের মধ্যেই বিয়ে করতে চলেছেন তিনি। সন্ন্যাসজীবন থেকে পদার্পণ করেন স্বাভাবিক জীবনে।
মাসখানেক আগে সোফিয়া খ্রীষ্ট মতে বিয়ে করেন তাঁর রোমানিয় বয়ফ্রেন্ডকে।
এবার তিনি তাঁকে বিয়ে করলেন মন্দিরে। এটা সোফিয়ার তৃতীয় বিয়ে। মন্দিরে বিয়ের সেই ছবি তিনি পোস্টও করেছেন তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে। তবে এই বিয়েতে সবচেয়ে বেশি নজর কেড়েছে ছবির সঙ্গে যে ক্যাপশন দিয়েছেন সোফিয়া। প্রথম যে ছবিটি সোফিয়া শেয়ার করেছেন, সেখানে তিনি লিখেছেন আমাদের পবিত্র মিলনের আগে এটাই চূড়ান্ত অনুষ্ঠান। এই বিয়ে সারলাম মন্দিরে দেব-দেবীর সামনে। এখানে সমস্ত ভগবান, দেব-দেবী মিলে এক হয়ে গেছে।
তারপর দ্বিতীয় ছবিতে তিনি লিখেছেন, এই জগত তিনিই তৈরি করেছেন। আর যে শক্তি দিয়ে তিনি এই দুনিয়া তৈরি করেছেন, সেটা হল 'পবিত্র কাম'।Our final sacred union ceremony took place in my temple of awakening with all God's and religions united as 1 A post shared by Sofia Hayat (@sofiahayat) on
তারপর তৃতীয় ছবিতে দেখা যাচ্ছে সোফিয়াকে যোগা করার আদলে বসে থাকতে দেখা যাচ্ছে। যেখানে মডেল নির্দ্বিধায় লিখেছেন 'গড ইজ সেক্সুয়াল'।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement