'Double XL': বড়পর্দায় জোড়া ধামাকা, সোনাক্ষী-হুমার 'ডবল এক্সএল' ছবির মুক্তির তারিখ ঘোষণা
Bollywood Update: কমেডি-ড্রামা ঘরানার এই ছবি সমাজের চিরাচরিত ভাবধারাকে নস্যাৎ করবে। শরীরের ওজন নিয়ে সমাজে যে স্টিরিওটাইপ গঠিত হয়েছে তা ভাঙবে এই ছবি।
!['Double XL': বড়পর্দায় জোড়া ধামাকা, সোনাক্ষী-হুমার 'ডবল এক্সএল' ছবির মুক্তির তারিখ ঘোষণা Sonakshi Sinha and Huma Qureshi starrer Double XL will be out in theatres on 14th October 'Double XL': বড়পর্দায় জোড়া ধামাকা, সোনাক্ষী-হুমার 'ডবল এক্সএল' ছবির মুক্তির তারিখ ঘোষণা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/23/c07452ed0165410b035ae06cad6ccac01663937272616229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: মুক্তির দিন ঘোষণা হয়ে গেল সোনাক্ষী সিন্হা (Sonakshi Sinha) ও হুমা কুরেশি (Huma Qureshi) অভিনীত 'ডবল এক্সএল' (Double XL) ছবির। ১৪ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। দুই নারীর বড়পর্দায় জোড়া ধামাকা দেখতে তৈরি দর্শকও।
'ডবল এক্সএল' ছবির মুক্তির দিন ঘোষণা
অবশেষে অপেক্ষার দিন শেষ। টি-সিরিজ, ওয়াকাও ফিল্মস ও মুদাস্সর আজিজের 'ডবল এক্সএল'-এর মুক্তির দিন ঘোষণা হয়ে গেল। সৎরাম রামানি পরিচালিত এই ছবি জীবনের গল্প বলবে। কমেডি-ড্রামা ঘরানার এই ছবি সমাজের চিরাচরিত ভাবধারাকে নস্যাৎ করবে। শরীরের ওজন নিয়ে সমাজে যে স্টিরিওটাইপ গঠিত হয়েছে তা ভাঙবে এই ছবি।
এই ২০২২ সালে দাঁড়িয়েও ভারী চেহারার মহিলাদের নানা কটাক্ষের শিকার হতে হয়। নানা অবাঞ্ছিত কথাও শুনতে হয় সমাজের নানা মানুষের থেকে। রোগা ছিপছিপে চেহারাই যেন মেয়েদের পক্ষে আদর্শ। কখনও কখনও তা মানুষকে অসম্মানের পর্যায়েও পৌঁছে যায়। এই 'বডিশেমিং'-এর অভ্যাসের বিরুদ্ধেই আওয়াজ তুলবে এই ছবি।
বহুদিনের প্রত্যাশার সঙ্গে নির্মাতাদের ছবিটির মুক্তির তারিখ ঘোষণা বাড়তি পাওনা। দর্শকদের আর বেশিদিন অপেক্ষা করতে হবে না কারণ ১৪ অক্টোবর ২০২২ সালে প্রেক্ষাগৃহে বিনোদনের জন্য প্রস্তুত এই ছবি।
View this post on Instagram
ভারত, লন্ডনের বিস্তীর্ণ এলাকাজুড়ে এই ছবির শ্যুটিং হয়েছে। দুই 'প্লাস সাইজ' মহিলার মনের সফর এটি। একজন উত্তর প্রদেশের মধ্যভাগের বাসিন্দা ও অপরজন নয়াদিল্লির শহুরে মহিলা। তাঁরা এমন একটি সমাজের মধ্য দিয়ে যায় যেখানে প্রায়ই একজন মহিলার আকারই সৌন্দর্য বা আকর্ষণের কারণ হয়ে ওঠে।
আরও পড়ুন: Shaakuntalam: শকুন্তলার চরিত্রে সামান্থা রুথ প্রভু, প্রকাশ্যে ছবি মুক্তির তারিখ
এখানে বলে রাখা ভাল যে এই দুই তারকার অজস্র 'সৌন্দর্য্য' পৃথিবীর মানুষের কাছে একেবারে অজানা। এই ছবির জন্য দুই নায়িকাই বড়সড় ট্রান্সফর্মেশন করেছেন। ছবির চরিত্রের জন্য ওজন বাড়িয়েছেন। ছবিতে তাঁদের সঙ্গে দেখা যাবে জাহির ইকবাল, মহত রাঘবেন্দ্র প্রমুখকে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)