Sourav-Soumitrisha: রহস্য গল্পে প্রেমের সমীকরণ, জানুয়ারীতে মুক্তি পাবে সৌরভ সৌমিতৃষার নতুন ছবি
Soumitrisha Kundoo and Sourav Das: আজ মুক্তি পেল সৌমিতৃষার অভিনীত প্রথম ওয়েব সিরিজ 'কালরাত্রি'

কলকাতা: এই গল্প প্রেমেরও.. আবার অপ্রেমেরও। এই সমীকরণের কথা কখনও বোধ হয় ভাবেননি কেউই। প্রথমবার পর্দায় জুটি বাঁধলেন সৌরভ দাস (Sourav Das) ও সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)। জানুয়ারিতে মুক্তি পাচ্ছে তাঁদের নতুন ছবি '১০ই জুন'। আজ মুক্তি পেল এই ছবির প্রথম ঝলক। আর সেখানেই ধরা পড়ল সৌমিতৃষা আর সৌরভের অদ্ভুত এক সমীকরণ।
পরিচালক রূপক চক্রবর্তী একটু অন্য ধারায় হেঁটেছেন এই ছবির গল্পে। ছবিটির নাম '১০ই জুন'। ছবিতে সৌমিতৃষার চরিত্রের নাম মিতালি। গল্পের প্রেক্ষাপট কিছুটা এমন যে, মিতালি বাড়িতে একা রয়েছে এমন একটা সময় হঠাৎ বাড়িতে ঢুকে পড়ে এক বন্ধুকধারী। সে মিতালিকে বলে সে একটা খুন করেছে আর তার আশ্রয় চাই। এই চরিত্রেই দেখা যাবে সৌরভ দাসকে। মিতালি সেই খুনিকে আশ্রয় দিলেও, তাকে নানারকম প্রশ্ন করতে শুরু করে। কেন সে এই খুন করল, তা জানতে চায় সে। এমনই সন্দেহ আর বিশ্বাসের এক অদ্ভুত সমীকরণের গল্প এটি। কলকাতা ও ব্যান্ডেলের আশেপাশের লোকশনে শ্যুটিং হয়েছে ছবিটির। ট্রেলারে প্রকাশ্যে এসেছে সৌমিতৃষা ও সৌরভের লুকের ছবিও। সৌমিতৃষা ও সৌরভ ছাড়াও এই ছবিতে থাকছেন কৌশিক সেন, ঋষভ চক্রবর্তী ও মৌসুমী দাস।
পাশাপাশি আজ মুক্তি পেল সৌমিতৃষার অভিনীত প্রথম ওয়েব সিরিজ 'কালরাত্রি'। 'হইচই'-তে মুক্তি পেয়েছে এই ওয়েব সিরিজ। সিরিজে সৌমিতৃষার চরিত্রের নাম 'দেবী'। গল্পের শুরু হয় দেবীর বিয়ে দিয়ে। কিন্তু বিয়ের পরেই বদলে যায় তার জীবন। খুন হয়ে যায় তার স্বামী। তারপরে কী হবে সেই গল্পে? সেটা দেখা জন্য নজর রাখতে হবে ওয়েব সিরিজেই। সামনে আরও একাধিক কাজ রয়েছে সৌমিতৃষার হাতে। তবে এবার নিজেকে আবিষ্কার করতে চাইছেন তিনি। সেই কারণেই বিভিন্ন স্বাদের ছবিতে অভিনয় করতে চান সৌমিতৃষা।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
