Spiderman In Bengali: দর্শকের প্রিয় স্পাইডারম্যান এবার বাংলা-সহ ৯টি ভারতীয় ভাষায়, মুক্তি ২ জুন
Spiderman: ১০টি ভিন্ন ভাষায় মুক্তি পাচ্ছে 'স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স'। সকল ১০ ভাষায়, যার মধ্যে ৯টি ভারতীয় ভাষায় ইতিমধ্যেই ট্রেলার মুক্তি পেয়েছে।
নয়াদিল্লি: এবার বাংলায় দেখা যাবে স্পাইডারম্যান (Spiderman)। হ্যাঁ, ঠিকই পড়ছেন। 'স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স' (‘Spider-Man: Across the Spider-Verse’) মুক্তি পেতে চলেছে দশটি ভিন্ন ভাষায় যার মধ্যে ৯টি ভারতীয়। তার মধ্যে রয়েছে বাংলাও। মুক্তি পেয়েছে বাংলায় ট্রেলারও।
স্পাইডারম্যান এবার বাংলায়
১০টি ভিন্ন ভাষায় মুক্তি পাচ্ছে 'স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স'। সকল ১০ ভাষায়, যার মধ্যে ৯টি ভারতীয় ভাষায় ইতিমধ্যেই ট্রেলার মুক্তি পেয়েছে। ভারতীয় সিনেমার ইতিহাসে এই প্রথম, বহু প্রতীক্ষিত এবং জনপ্রিয় হলিউড ফ্র্যাঞ্চাইজির ছবি প্রেক্ষাগৃহে ১০টি ভিন্ন ভাষায় মুক্তি পাবে। স্পাইডার-ম্যান ফ্র্যাঞ্চাইজি শুধুমাত্র ভারতীয় বক্স অফিসে অসাধারণ সাফল্য দেখেছে তাইই নয়, স্পাইডার-ম্যান দেশের সবচেয়ে প্রিয় সুপারহিরোও বটে, যার আবেদন যুগে যুগে বেড়ে চলেছে। যেহেতু স্পাইডার-ম্যানের সারা দেশে এই ধরনের অনুরাগী ভক্ত রয়েছে, নির্মাতারা তাকে সমস্ত ভারতীয়দের আরও কাছাকাছি নিয়ে আসার একটি অনন্য উপায় বের করেছেন। ছবিটিকে একটি প্যান-ইন্ডিয়া চলচ্চিত্র হিসেবে গড়ে তুলেছেন এবং ২০২৩ সালের সবচেয়ে প্রত্যাশিত চলচ্চিত্রগুলির মধ্যে এটি একটি হতে চলেছে। ইংরেজি ছাড়া 'স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স' হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, মালয়লম, গুজরাটি, মরাঠি, পাঞ্জাবি ও বাংলায় (Hindi, Tamil, Telugu, Kannada, Malayalam, Gujarati, Marathi, Punjabi and Bengali) মুক্তি পাবে।
সোনি পিকচার্স রিলিজিং ইন্টারন্যাশনাল (SPRI), ইন্ডিয়ার প্রধান বলেন, “শেষ স্পাইডার-ম্যান ফিল্ম, 'নো ওয়ে হোম, লাফিয়ে লাফিয়ে স্পাইডার-ম্যানের ফ্যানডমকে আরও ছড়িয়ে দিয়েছে। অঞ্চল ও ভাষা জুড়ে বিষয়বস্তুর ক্রমবর্ধমান ব্যবহারের সাথে, আমরা চাই ভারতের প্রতিটি পরিবার তাদের প্রিয় সুপারহিরোর অভিজ্ঞতা লাভ করুক। তাদের নিজস্ব ভাষায়। আমরা ১০ টি ভাষায় 'স্পাইডার-ম্যান: অ্যাক্রোস দ্য স্পাইডার-ভার্স' প্রকাশ করতে পেরে গর্বিত। ভারত স্পাইডার-ম্যানকে ভালোবাসে, এবং এটি ভারতীয় সহ অনেক ভারতীয় উপাদানের পরিচয় দিয়ে আমাদের জন্য আরও বিশেষ স্পাইডার-ম্যান, পবিত্র প্রভাকর। আমরা নিশ্চিত যে আমাদের সারা দেশের দর্শকরা এই ছবিটিতে তাদের ভালবাসার বর্ষণ করবেন।"
মাইলস মোরালস অস্কার বিজয়ী স্পাইডার-ভার্স গল্পের পরবর্তী অধ্যায়, 'স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স'-এ ফিরে আসছেন। গুয়েন স্ট্যাসির সঙ্গে পুনরায় মিলিত হওয়ার পর, ব্রুকলিনের বন্ধুত্বপূর্ণ এলাকা স্পাইডার-ম্যান মাল্টিভার্স জুড়ে ছড়িয়ে পড়ে, যেখানে তিনি 'স্পাইডার' দলের মুখোমুখি হন যারা নিজেদের অস্তিত্ব রক্ষায় ব্যস্ত। এই ছবিটিকে যা বিশেষ করে তোলে তা হল মুম্বাটান থেকে সরাসরি ভারতীয় স্পাইডার-ম্যান পবিত্র প্রভাকরের প্রথম পরিচয়। ছবিটি পরিচালনা করেছেন জোয়াকিম ডস স্যান্টোস, কেম্প পাওয়ারস এবং জাস্টিন কে. থম্পসন।
আরও পড়ুন: Iman Chakraborty: একটা মেল, হঠাৎই উধাও সাধের ইউটিউব চ্যানেল, সোশ্যাল পোস্টে সরব ইমন, তারপর?
একাধিক ভারতীয় ভাষায় সোনি পিকচার্স এন্টারটেনমেন্টের 'স্পাইডারম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স' ভারতজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২ জুন, ২০২৩।