Spider-Man: করোনাকালের বক্স অফিসে অবিশ্বাস সাফল্য, নয়া রেকর্ড গড়ল স্পাইডারম্যান
Spider-Man: সম্প্রতি ভারতে রেকর্ড ব্যবসা করেছিল অক্ষয় কুমার-ক্যাটরিনা কাইফ অভিনীত 'সূর্যবংশী'। কিন্তু টম হল্যান্ড অভিনীত 'স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম' ভারতের বাজারে আসতেই ভাঙে পুরনো সব রেকর্ড।
নয়াদিল্লি: নয়া রেকর্ড গড়ল 'স্পাইডার ম্যান: নো ওয়ে হোম' (Spider-Man: No Way Home)। বিশ্বের বক্স অফিসে মহামারীর সময়ে এটিই প্রথম ছবি যা ১ বিলিয়ন ডলার ব্যবসার গণ্ডি পেরিয়ে গেল । শেষ এই রেকর্ড গড়েছিল ২০১৯ সালে মুক্তি প্রাপ্ত 'স্টার ওয়ার্স: দ্য রাইস অফ স্কাইওয়াকার' (Star Wars: the Rise of Skywalker)।
উত্তর আমেরিকা ও ইউরোপে ক্রমবর্ধমান ওমিক্রন ও করোনা (Omicron and Covid-19) আতঙ্ককে জয় করে টম হল্যান্ডের (Tom Holland) এই তৃতীয় স্পাইডার ম্যান বিপুল ব্যবসা করল বিশ্ব জুড়ে। এমনকী পৃথিবীর সবচেয়ে বড় সিনেমামুখী দর্শকের দেশ চিনে, ছবিটি এখনও মুক্তিই পায়নি। তাতেই এই রেকর্ড গড়ল স্পাইডার ম্যান।
চিনের 'দ্য ব্যাটল অ্যাট লেক চ্যাংজিন'-কেও (৯০২ মিলিয়ন ডলার) পেছনে ফেলে এটিই এই বছরের শীর্ষ-আয়কারী চলচ্চিত্র। পিছনে ফেলেছে ২৫তম জেমস বন্ড ছবি 'নো টাইম টু ডাই'-কে (৭৭৪ মিলিয়ন ডলার)।
এক বিনোদন সংস্থার রিপোর্ট অনুযায়ী, সোনির এই কমিক-বুক মহাকাব্য, ১২ দিনের কাছাকাছি সময়ে এই রেকর্ডের মাইলফলক ছুঁয়েছে।
আরও পড়ুন: 83 Box Office Collection: বড়দিনে কত টাকার বক্স অফিস কালেকশন হল 'এইট্টি থ্রি'র?
অন্যদিকে সম্প্রতি ভারতে ছবির বাজারে রেকর্ড ব্যবসা করেছিল অক্ষয় কুমার-ক্যাটরিনা কাইফ অভিনীত 'সূর্যবংশী'। biggest opener of 2021-র রেকর্ড দখল করেছিল এই ছবি। কিন্তু টম হল্যান্ড অভিনীত 'স্পাইডার ম্যান: নো ওয়ে হোম' (Spider-Man No Way Home) ভারতের বাজারে আসতেই ভাঙে পুরনো সব রেকর্ড। ভারতে স্পাইডার ম্যানের প্রথম দিনের বক্স অফিস কালেকশন ৩২ কোটি ৬৭ লক্ষ টাকা। সেখানে অক্ষয় কুমারের 'সূর্যবংশী' প্রথম দিনের বক্স অফিসে ব্যবসা করেছিল ২৬ কোটি ২৯ লক্ষ টাকা। অর্থাৎ পরিসংখ্যানের হিসেবে প্রায় ৬ কোটি ৩৮ লক্ষের ফারাক।
এর আগে ২০১৯ সালে এমন বক্স অফিস কাঁপানো রেকর্ড তৈরি করেছিল অ্যাভেঞ্জার্স এন্ডগেম (Avengers: Endgame)। ভারতের সব প্রান্তেই দারুণ ভাবে শুরু করেছে হলিউডের এই ছবিটি।