Sreelekha on Fathers' Day: 'বিশ্বাস করি, আমাদের আবার দেখা হবে', ফাদার্স ডে-তে মনখারাপি পোস্ট শ্রীলেখার
Sreelekha Mitra on Fathers' Day: আজ সোশ্যাল মিডিয়ায় বাবার সঙ্গে একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন শ্রীলেখা। কোনও ছবি তাঁর বিয়ের। বধূবেশে বাবাকে আগলে রয়েছেন শ্রীলেখা
![Sreelekha on Fathers' Day: 'বিশ্বাস করি, আমাদের আবার দেখা হবে', ফাদার্স ডে-তে মনখারাপি পোস্ট শ্রীলেখার Sreelekha on Fathers' Day: Actress Sreelekha Mitra shares old photos with her father and wrote a note on social media Sreelekha on Fathers' Day: 'বিশ্বাস করি, আমাদের আবার দেখা হবে', ফাদার্স ডে-তে মনখারাপি পোস্ট শ্রীলেখার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/19/75e53f0d3e06dc0cb7cb9faca9ae673b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ফ্রমবন্দী সুখস্মৃতি। আজ 'ফাদার্স ডে', বাবাদের দিন। সোশ্যাল মিডিয়ায় বাবাদের সঙ্গে পুরনো বা নতুন ছবি পোস্ট করেছেন অনেকেই। লেখায় উজাড় করে দিয়েছেন আবেগ। কিন্তু যাঁদের বাবা নেই। ইচ্ছা হলেই যাঁরা আর দেখতে পান না পৃথিবীর অন্যতম প্রিয় মানুষটাকে, তাঁদের কাছে এই দিনটা একটু মনখারাপ করা। স্মৃতি বলতে পুরনো ছবি আর একরাশ আবেগ। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)-র পোস্টেও ছোঁয়া রইল সেই আবেগেরই।
আজ সোশ্যাল মিডিয়ায় বাবার সঙ্গে একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন শ্রীলেখা। কোনও ছবি তাঁর বিয়ের। বধূবেশে বাবাকে আগলে রয়েছেন শ্রীলেখা। কোনও ছবি আবার নিছক বাড়ির খুনসুটির। একরাশ স্মৃতির ছবি শেয়ার করে শ্রীলেখা লিখছেন, 'তোমায় প্রত্যেক দিন, প্রত্যেক মিনিট, প্রত্যেক ন্য়ানো সেকেন্ডে আমি মিস করি বাবা। তোমার কথা মনে পড়ে। তুমি চলে যাওয়ার পরে যেন আরও বেশি করে প্রতিটা দিন মনে পড়ে তোমায়। এখনও বিশ্বাস করি আমাদের আবার দেখা হবে। অপেক্ষায় আছি। আমার বাবা সবচেয়ে শক্ত, সবচেয়ে কঠিন, সবচেয়ে ভালো।'
সোশ্যাল মিডিয়ায় শ্রীলেখার এই পোস্টে তাঁকে ভালোবাসা জানিয়েছেন অনুরাগী থেকে শুরু করে নেটিজেনরা। অনেকে শান্তনা দিয়ে লিখেছেন, বাবা তাঁর সঙ্গেই আছে। কিন্তু বাবা না থাকার ব্যথা শান্তনায় কমে কি না সেই উত্তর এখনও জানেন না অনেকেই। জানেন না শ্রীলেখা নিজেও।
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় শ্রীলেখা। কখনও নাচ, কখনও তাঁর পোষ্যদের সঙ্গে ছবি, কখনও শরীরচর্চা। জীবনের খুঁটিনাটি নেটিজেনদের সঙ্গে ভাগ করে নিতে ভালোবাসেন নায়িকা। বিভিন্ন পোস্টে তাঁকে কটুক্তির শিকার কম হতে হয়নি। সেই সমস্ত কটুক্তির কিছুর উত্তর দিয়েছেন নায়িকা, অথবা এড়িয়ে গিয়েছেন। জীবনকে নিজের শর্তে বাঁচাই তাঁর উত্তর।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)