Killbill Society: ১৩ বছর পরে 'হেমলক সোশ্যাইটি'-র সিক্যুয়াল, পরমব্রত-কৌশানীকে নিয়ে আসছে 'কিলবিল সোস্যাইটি'
Srijit Mukherjee: আনন্দ করের জীবন নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। মানুষের কষ্ট, মনখারাপ এবং সেই সমস্ত পরিস্থিতি থেকে বেরিয়ে আসার গল্পই বলবে 'কিলবিল সোস্যাইটি'

কলকাতা: ১৩ বছর ফিরছে সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) 'হেমলক সোস্যাইটি'-র সিক্যুয়াল। সরস্বতী পুজোর দিনে ঘোষণা করলেন পরিচালক সৃজিত। এর আগেই কানাঘুষোয় শোনা গিয়েছিল, সৃজিত মুখোপাধ্যায় কৌশানী মুখোপাধ্যায় (Kaushani Mukherjee) ও পরমব্রত চট্টোপাধ্যায়কে (Parambrata Chatterjee) নিয়ে ছবি করতে চলেছেন। তবে সেই ছবি যে 'কিলবিল সোস্যাইটি', তার ওপর সিলমোহর পড়ল। এই ছবিতে পরমব্রত ও কৌশানী চট্টোপাধ্যায় ছাড়াও থাকছেন, বিশ্বনাথ বসু (Biswanath Basu), সন্দীপ্তা সেন (Sandipta Sen), অরিজিতা মুখোপাধ্যায় (Arijita Mukherjee), অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee)।
আনন্দ করের জীবন নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। মানুষের কষ্ট, মনখারাপ এবং সেই সমস্ত পরিস্থিতি থেকে বেরিয়ে আসার গল্পই বলবে 'কিলবিল সোস্যাইটি'। ঠিক ১৩ বছর আগে 'হেমলক সোশ্যাইটি' যেমন বলেছিল মানুষের দুঃখ, কষ্ট এই সমস্ত কিছু থেকে বেরিয়ে নিজের মতো করে বাঁচতে শেখার গল্প, তেমনই একটা গল্প বলবে এই ছবিও। আজ যে পোস্টার মুক্তি পেয়েছে, সেখানে নায়ক নায়িকার চরিত্র না থাকলেও রয়েছে ১৩ বছর আগে 'হেমলক সোশ্য়াইটি'-র সেই ট্যাগলাইন, 'মরবে মতো ছড়িও না'।
View this post on Instagram
এছাড়াও আজ এসভিএফের তরফ থেকে ঘোষণা করা হয়েছে আরও একটি ছবির। জল্পনা ছিলই, অবশেষে স্পষ্ট হল 'রঘু ডাকাত'-এর কাস্টিং। দেব (Dev) অভিনীত ও ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত 'রঘু ডাকাত' ছবিতে থাকছেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharyya)। আগেই জানা গিয়েছিল এই ছবিতে দুই নায়িকার ভূমিকায় থাকবেন সোহিনী সরকার (Sohini Sarkar) ও ইধিকা পাল (Idhika Paul)। এছাড়াও এই ছবিতে থাকছেন রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly)। সরস্বতী পুজোর দিন হয়ে গেল এই ছবির মহরত।
দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ও এসভিএফ হাত মিলিয়ে এবার পুজোয় নিয়ে আসছে 'রঘু ডাকাত'। এই ছবি পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘকালের স্বপ্ন। অনেকদিন আগেই ঘোষণা হয়ে গিয়েছিল এই ছবির। খুব তাড়াতাড়ি শ্যুটিং শুরু হবে এই ছবির। আর আজ হয়ে গেল এই ছবির মহরত। সেখানেই হাজির থাকলেন ছবির প্রায় সব কাস্টিং। দেবের সদ্য মুক্তি পাওয়া 'খাদান' ছবিতে অভিনয় করেছেন ইধিকা। দেবের সঙ্গে এটি দ্বিতীয় ছবি হতে চলেছেন ইধিকার। পরিচালক ধ্রুবর সঙ্গে এই প্রথম কাজ করবেন সোহিনী ও ইধিকা দুজনেই।
আরও পড়ুন: Rishav Basu: অভিনয় ঋষভের, কন্ঠস্বর অন্য কারও! নতুন সিনেমা নিয়ে ক্ষোভ উগরে দিলেন অভিনেতা
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
