Aryan Khan Case: 'কোনও মাদক মেলেনি', কর্ডেলিয়া ক্রুজ কাণ্ডে আরিয়ান খানকে ক্লিনচিট
Aryan Khan Case Update: মুম্বই মাদক মামলায় ক্লিনচিট পেলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। তাঁর কাছ থেকে কোনও মাদক মেলেনি বলে উল্লেখ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর চার্জশিটে।
মুম্বই: কর্ডেলিয়া ক্রুজ মাদক মামলায় শাহরুখ খানের (Shah Rukh Khan) ছেলে আরিয়ান খান (Aryan Khan) পেলেন ক্লিনচিট (Clean Chit)। এনসিবি-র চার্জশিটে (NCB Chargesheet) উল্লেখ করা হয়েছে যে কোনও মাদক মেলেনি আরিয়ানের কাছ থেকে। এমনটাই খবর সূত্র মারফত।
আরিয়ান খানকে ক্লিনচিট
মুম্বই মাদক মামলায় রেহাই পেলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। তাঁর কাছ থেকে কোনও মাদক মেলেনি বলে উল্লেখ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর চার্জশিটে। আরিয়ান খান সহ আরও ৬ জনের নাম নেই চার্জশিটে। এমনই খবর সূত্রের।
আদালতে আজ এই চার্জশিট দাখিল করতে পারে এনসিবি, খবর সূত্রের। ইতিমধ্যেই বিশেষ এনডিপিএস আদালতে চার্জশিট নিয়ে এসেছে এনসিবি আধিকারিকেরা। ৬ হাজার পাতার এই চার্জশিট নথিভুক্ত করার পর পেশ করা হবে আদালতে।
মাদক মামলায় সাক্ষীর মৃত্যু
প্রসঙ্গত গত ২ এপ্রিল আরিয়ান খানের বিরুদ্ধে নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর মাদক মামলায় অন্যতম সাক্ষী প্রভাকর সেলের (Prabhakar Sail) মৃত্যুর খবর মেলে। পূর্ব মুম্বইয়ের (Eastern Mumbai) চেম্বুরের (Chembur) মহুল (Mahul) অঞ্চলে নিজের বাড়িতেই তাঁর মৃত্যু হয়। হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে জানায় আইনজীবী তুষার খাণ্ডারে (Lawyer Tushar Khandare)।
আরও পড়ুন: Manjusha Neogi Death: জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হল মঞ্জুষার স্বামীকে
ক্রুজে যখন পুলিশ ও এনসিবি আধিকারিকরা তল্লাশি চালান, তখন পাঁচজন সাক্ষী ছিলেন। তার ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। এরপর এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেন প্রভাকর। তিনি দাবি করেন, মাদক মামলা মিটমাট করে নেওয়ার জন্য ২৫ কোটি টাকার ডিলের কথা শুনেছিলেন। এরমধ্যে ১৮ কোটি টাকায় চূড়ান্ত রফা হয়। আট কোটি টাকা এনসিবি-র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েকে দেওয়ার কথা ছিল। পেশায় বেসরকারি গোয়েন্দা এবং মাদক মামলায় এনসিবি-র সাক্ষী কিরণ গোসাভির ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে কাজ করতেন প্রভাকর। এরপরেই কিরণ গোসাভি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। তখন থেকেই প্রাণহানির আশঙ্কা করছিলেন প্রভাকর।