Agastya-Suhana: দীপাবলি পার্টিতে একসঙ্গে ক্যামেরাবন্দি সুহানা-অগস্ত্য, ফের চর্চায় সম্পর্কের গুঞ্জন
Suhana Khan-Agastya Nanda: 'দ্য আর্চিস' ছবির হাত ধরে ডেবিউ হবে সুহানা খান, অগস্ত্য নন্দ ও খুশি কপূরের। সেই সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন মিহির আহুজা, বেদাঙ্গ রায়না, ডট ও যুবরাজ মেন্ডা।
নয়াদিল্লি: আর কিছুদিনের অপেক্ষা। তারপরই অভিনেতা ও অভিনেত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দর্শকের সামনে আসবেন অগস্ত্য নন্দ (Agastya Nanda) ও সুহানা খান (Suhana Khan)। এরইমধ্যে তাঁদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি তাঁদের মণীশ মলহোত্রর (Manish Malhotra) দীপাবলির পার্টি (Diwali Party) থেকে একসঙ্গে বের হতে দেখা যায়, যা আরও উস্কে দেয় এই জল্পনাকে।
প্রেম করছেন অগস্ত্য ও সুহানা? শোনা যাচ্ছে জোরালো গুঞ্জন
একজন বলিউডের বাদশাহ শাহরুখ খানের (Shah Rukh Khan) কন্যা, সুহানা খান। অপরজন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) নাতি অগস্ত্য নন্দ। দুজনেই নেটফ্লিক্সের 'দ্য আর্চিস' (The Archies) ছবির হাত ধরে অভিনয় জগতে পা রাখতে চলেছেন। ছবির পরিচালনায় জোয়া আখতার ও রিমা কাগতি।
সম্প্রতি তারকা ডিজাইনার মণীশ মলহোত্র দীপাবলি পার্টির আয়োজন করেছিলেন। সেখানে একসঙ্গে পার্টি থেকে বের হতে দেখা গেল অগস্ত্য ও সুহানাকে। শোনা যাচ্ছে তাঁরা সম্পর্কে রয়েছেন। যদিও সুহানা বা অগস্ত্য এমনকী শাহরুখ খান, গৌরী খান বা শ্বেতা বচ্চন, কেউই এই গুজব সম্পর্কে এখনও মুখ খোলেননি।
যদিও শেয়ার হওয়া ভিডিও অনুযায়ী, পার্টি থেকে বের হওয়ার সময় সুহানাকে গাড়িতে তুলে দিতে দেখা যাচ্ছে অগস্ত্যকে। আর তাতেই জল্পনা আরও বেড়েছে। ভিডিওয় দেখা যাচ্ছে লাল লেহঙ্গা ও সিক্যুইন দেওয়া ব্লাউজ পরেছেন সুহানা। অন্যদিকে অগস্ত্য একটি কালো শেরওয়ানি পরেছেন। গাড়িতে সুহানা ভালভাবে উঠলেন কি না, তা নিশ্চিত করতে দেখা গেল অগস্ত্যকে।
View this post on Instagram
চলতি বছরের শুরুর দিকে শোনা যায়, তাঁরা ডেট করছেন। এমনকী এও শোনা যায়, তাঁদের এই সম্পর্কে সায় রয়েছে অগস্ত্যর মা অমিতাভ-কন্যা শ্বেতা বচ্চনের। 'দ্য আর্চিস' টিমের ঘনিষ্ঠ সূত্র মারফত খবর, 'তাঁরা একসঙ্গে অনেকটা সময় কাটাতেন এবং নিজের মধ্যে গাঢ় বন্ধন কখনও লুকিয়ে রাখারো চেষ্টা করেননি। তাঁরা এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও প্রযোজনা সংস্থার বেশিরভাগ মানুষই এই ব্যাপারে ২০২২ সালের অগাস্ট মাসেই জেনে গিয়েছিল।' সূত্র মারফত জানা যায় যে শ্বেতা বচ্চন সুহানাকে 'ভালবাসেন' ও 'এই সম্পর্কে সম্মতি' দিয়েছেন। এছাড়াও গত বছর কপূর পরিবারের ক্রিসমাস ব্রাঞ্চে গিয়ে সুহানাকে 'পার্টনার' বলে পরিচয় দিয়েছিলেন অগস্ত্য, খবর সূত্রের।
আরও পড়ুন: Shah Rukh Khan: 'আস্ক এসআরকে' মানেই বুদ্ধিদীপ্ত উত্তর, কিন্তু শাহরুখের নামের আড়ালে আসলে থাকেন কে?
'দ্য আর্চিস' ছবির হাত ধরে তিন তারকা সন্তানের সিনেমায় পদার্পণ হতে চলেছে। সুহানা খান, অগস্ত্য নন্দ ও খুশি কপূরের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন মিহির আহুজা, বেদাঙ্গ রায়না, ডট ও যুবরাজ মেন্ডা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial