Tollywood News: এক সময়ে ছিল চূড়ান্ত তিক্ততা, হঠাৎ দুই টলি নায়িকার গলায় গলায় বন্ধুত্ব দেখে অবাক নেটদুনিয়া!
Subhasree-Mimi: সোশ্যাল মিডিয়ায় বুধবার একটি ছোট্ট ভিডিও শেয়ার করে নিয়েছেন শুভশ্রী। সম্ভবত কোনওকিছুর শ্যুটিংয়ের মধ্যে তোলা সেই ভিডিও, রূপটান ঘরে।

কলকাতা: একটা সময়ে, তাঁদের মধ্যে চূড়ান্ত বৈরিতা ছিল। একে অপরের নামে হামেশাই বিস্ফোরক মন্তব্য করতেন তাঁরা, কার্যত সহ্যই করতে পারতেন না একে অপরকে। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের একে অপরের প্রতি রাগ মিলিয়ে গিয়েছে। দুই নায়িকাই এখন নিজের নিজের জায়গায় প্রতিষ্ঠিত। এক নায়িকা কেরিয়ার সামলেই সংসার সামলাচ্ছেন। অন্য নায়িকা এখন প্রেমের থেকে অনেক দূরে। নিজের মতো করেই নিজের জগৎ গুছিয়ে নিয়েছেন তিনি। শুধু তাই নয়, এক নায়িকার সন্তানের জন্য উপহারও পাঠিয়েছেন অন্য় নায়িকা। আর এবার, এক ফ্রেমে ধরা দিলেন তাঁরা। মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) আর শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)।
সোশ্যাল মিডিয়ায় বুধবার একটি ছোট্ট ভিডিও শেয়ার করে নিয়েছেন শুভশ্রী। সম্ভবত কোনওকিছুর শ্যুটিংয়ের মধ্যে তোলা সেই ভিডিও, রূপটান ঘরে। সেখানে দেখা যাচ্ছে, ক্যামেরা ধরে শুভশ্রী বলছেন, 'বলিউডের যদি দীপিকা পাড়ুকোন থাকে, আমাদের রয়েছে মিমি চক্রবর্তী।' এই কথা শুনে উচ্ছ্বসিত মিমি শুভশ্রীকে আলিঙ্গন করছেন। 'লেডি সুপারস্টার' বলে তাঁকে চুমু খেয়ে ভরিয়ে দিচ্ছেন সোহাগে। দুই নায়িকার এই নতুন বন্ধুত্ব দেখে কার্যত অবাক সোশ্যাল মিডিয়া।
কিন্তু কেন এত বৈরিতা ছিল এই দুই নায়িকার মধ্যে? রাজ চক্রবর্তী (Raj Chakraborty) আর মিমি চক্রবর্তীর প্রেমের কথা টলিউডের কারোও অজানা নয়। দীর্ঘদিন ধরেই একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন তাঁরা। মিমিকে কাস্ট করে রাজ একাধিক ছবি ও তৈরি করেছেন। তবে একটা সময়ে তাঁদের সম্পর্কে ভাঙন ধরে। রাজ ও মিমির মধ্যে মনোমালিন্য চলাকালীনই রাজ আর শুভশ্রীর প্রেমের শুরু। অবশেষে সেই সম্পর্ক গড়ায় বিয়েতে। এখন শুভশ্রী আর দুই সন্তানকে নিয়ে রাজের সুখী সংসার। একটা সময়ে মিমি শুভশ্রীর প্রতি ক্ষোভ উগরে দিলেও, দুই নায়িকার মধ্যে সেই তীক্ততা এখন আর নেই।
দর্শক অবশ্য এত সহজে ভোলেন না কিছুই। কমেন্ট সেকশনে অনেকেই লিখেছেন, এরপরে রুক্মিণীর সঙ্গে এইরকম একটা ভিডিও চাই। শুভশ্রী আর রুক্মিণীকেও এক ফ্রেমে দেখা যায় না দীর্ঘদিন। তার কারণ ও অবশ্য একটি প্রেমের সম্পর্ক। দেবের প্রাক্তন প্রেমিকা শুভশ্রী আর রুক্মিণী দেবের বর্তমান প্রেমিকা। সোশ্যাল মিডিয়ার প্রশ্ন, তিক্ততা সরিয়ে এবার কি এক হবেন রুক্মিণী আর শুভশ্রীও!
View this post on Instagram






















