Sunil Pal: সুনীলকে অপহরণের টাকা দিয়ে সোনা কিনেছে আততায়ীরা! তদন্তে পুলিশ
Sunil Pal News: সম্প্রতি একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সুনীল পাল জানিয়েছেন, তিনি একটি অনুষ্ঠান করতে দিল্লি গিয়েছিলেন। সেখান থেকে তাঁকে একটি গাড়ি দেওয়া হয় মেরঠ বিমানবন্দরে যাওয়ার জন্য।
কলকাতা: কমেডিয়ান সুনীল পালের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া এবং ফের তাঁর ফিরে আসা নিয়ে রহস্য় ঘনীভূত হয়েছে। তিনি ফিরে আসার পরে শোনা গিয়েছিল, তাঁকে নাকি অপহরণ করা হয়েছিল। তবে কেন এবং কীজন্য তাঁকে অপহরণ করা হয়েছিল, তা প্রকাশ্যে আসেনি। তবে পুলিশের কাছে জবানবন্দি দিতে গিয়ে সুনীল পাল বলেছেন অনেক কিছুই। তাঁকে নাকি ৫ জন মিলে অপহরণ করেছিল, এমনটাই দাবি করেছেন সুনীল। কিন্তু কেন তাঁকে অপহরণ করা হয়েছিল?
সম্প্রতি একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সুনীল পাল জানিয়েছেন, তিনি একটি অনুষ্ঠান করতে দিল্লি গিয়েছিলেন। সেখান থেকে তাঁকে একটি গাড়ি দেওয়া হয় মেরঠ বিমানবন্দরে যাওয়ার জন্য। সেই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। মেরঠে পৌঁছনোর পরে হঠাৎ ৫ জন আততায়ী জোর করে তাঁকে অন্য গাড়িতে নিয়ে গিয়ে তোলে। তাঁরা সবাই চোখ বেঁধে দেয় সুনীলের। তাঁদের হাতে বিষ ভরা ইঞ্জেকশন ছিল বলেই জানিয়েছেন সুনীল। সেই ইঞ্জেকশন গায়ে ফুটিয়ে দেওয়া হবে এই ভয় দেখিয়েই তাঁকে গাড়িতে তোলে আততায়ীরা।
সুনীল আরও জানিয়েছেন, ওই আততায়ীরা জানায়, তাঁদের চাকরি নেই। এরপরে ওই আততায়ীরা সুনীলের কাছে কুড়ি লাখ টাকা দাবি করে। পরে সুনীল অনেক অনুরোধ করে জানান, তাঁর কাছে সাড়ে সাত লাখের বেশি আর টাকা নেই। আততায়ীরা সুনীলকে যে দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছিল, সেই অ্যাকাউন্টে সাড়ে সাত লাখ টাকা ট্রান্সফার করে দেয় সুনীল। এরপরে ওই ব্যক্তিরা সুনীলকে ২০ হাজার টাকা দেয় মুম্বই ফেরার জন্য। সেই টাকা দিয়েই মুম্বই ফিরে আসেন সুনীল। এই ঘটনাকে সুনীল দুঃস্বপ্ন বলে বর্ণনা করেছেন। তবে ওই পাঁচ আততায়ী নাকি সুনীলকে জানিয়েছেন, চাকরি নেই বলেই এই কাজ করতে বাধ্য হয়েছেন তাঁরা। চাকরি পেলে সমস্ত টাকা নাকি তাঁরা সুনীলকে ফেরত দিয়ে দেবেন!
এরপরে মেরঠের দুটি নামকরা গয়নার দোকান থেকে দুটি অভিযোগ দায়ের হয় এই ঘটনার সঙ্গে সংযুক্তি সন্দেহ করে। ওই গয়নার দোকানগুলির একটির মালিক জানিয়েছেন, সম্প্রতি দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি সুনীল পালের নাম করে সোনার কয়েন কিনেছেন। তাঁরা দু লাখ, ২৫ হাজার পাঁচশো টাকা অনলাইন ট্রানজাকশন করেছেন। পুলিশ তদন্তে নেমেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।