Govinda-Sunita: বিচ্ছেদের গুঞ্জন, তার মধ্যেই গোবিন্দের দেওয়া বিয়ের মূল্যবান গয়না হারিয়ে ফেললেন সুনীতা!
Sunita Ahuja and Govinda: সদ্য়ই সুনীতা মুম্বইয়ে মহালক্ষ্মী মন্দির বা মুম্বা দেবীর মন্দিরে গিয়েছিলেন। এই জায়গা সুনীতার বিশেষ প্রিয়

কলকাতা: তাঁদের দাম্পত্য নিয়ে বারেই বারেই বিভিন্ন গুঞ্জন উঠেছে। শোনা গিয়েছে, তাঁদের সম্পর্ক নাকি ভাঙনের মুখে। তারপরেই আবার একসঙ্গে ছবি দিয়ে, উপহারের কথা বলে, অনুরাগীদের চমকে দিয়েছেন এই তারকা যুগল। বলিউড তারকা গোবিন্দ (Govinda) আর তাঁর স্ত্রী সুনীতা আহুজা। শোনা গিয়েছিল, তাঁদের নাকি মামলা চলছে আদালতে। আবার সেই জল্পনা চলাকালীনই সুনীতা সোশ্যাল মিডিয়ায় জানান, তাঁকে গোবিন্দ উপহার দিয়েছেন একটি বিশাল বড় সোনার হার। তাও আবার করবা চৌথে। তবে এবার, গোবিন্দর দেওয়া একটি বিশেষ উপহার, হারিয়েই ফেললেন সুনীতা!
সোশ্যাল মিডিয়ায় সুনীতা নিয়মিত ব্লগ করেন। উদ্দেশ্য টাকা উপার্জন এবং অনুরাগীদের সংখ্যা বাড়ানো। সেই ব্লগেই সুনীতা জানান, তিনি গোবিন্দের দেওয়ার বাগদানের আংটি হারিয়ে ফেলেছেন। সুনীতা জানান, সেই আংটিটি সলিটিয়ারের। আংটিটি নাকি এতই দামি যে সবার নজর ছিল তাঁর ওপর। কিন্তু সেই আংটি যে তিনি কোথায় রেখেছেন, সেটা তিনি কিছুতেই মনে করতে পারছেন না। সেই কারণেই তাঁর মন খারাপ, আংটিটি খুঁজছেন তিনি।
সদ্য়ই সুনীতা মুম্বইয়ে মহালক্ষ্মী মন্দির বা মুম্বা দেবীর মন্দিরে গিয়েছিলেন। এই জায়গা সুনীতার বিশেষ প্রিয়। সুনীতা ইদানিং যেখানেই যান, ভ্লগিং করেন। এই মন্দিরে যাওয়ার অংশটিও ভ্লগিং করেছেন তিনি। সেখানে তিনি জানিয়েছেন, সেখানে গিয়ে তিনি দেবীর ফুলের মালা ও সবুজ চুড়ি পেয়েছেন। এটাই তাঁর কাছে ইঙ্গিত যে তাঁর সিঁথির সিঁদুর অক্ষয় থাকবে। এর আগেও একাধিকবার সুনীতা বলেছেন, তাঁর আর গোবিন্দের সম্পর্ক ভাঙার সাধ্য কারোও নেই। অন্যদিকে, গোবিন্দ ও বলেছেন, সুনীতার মন পরিষ্কার। তাই মাঝে মাঝে এমন কিছু কথা তিনি বলে ফেলেন, যা উচিত নয়।
প্রসঙ্গত, শোনা যাচ্ছিল, দীর্ঘ দাম্পত্যে নাকি ইতি টানতে চলেছেন সুনীতা আর গোবিন্দ। প্রথমে সুনীতাই গোবিন্দর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছিলেন। জানা গিয়েছিল, গোবিন্দ আর তিনি নাকি একসঙ্গে থাকছেন না। পরে জানা যায়, শুধু অভিযোগ নয়, ইতিমধ্যেই নাকি বিচ্ছেদের মামলা পর্যন্ত দায়ের করে ফেলেছেন সুনীতা। আর এই ঘটনা যে একেবারে সদ্য সদ্য ঘটেছে, তা নয়। বিচ্ছেদের মামলা দায়ের হয়ে গিয়েছে মাস ৬-এর ও বেশি আগে। আদালতে রীতিমতো মামলা চলছে বলেই জানা গিয়েছিল।
তবে এই খবর প্রকাশ্যে আসতেই, তড়িঘড়ি সুনীতা ও গোবিন্দার আইনজীবী বিবৃতি দিয়ে জানান, কিছু সমস্যা তৈরি হয়েছিল বটে, তবে বিষয়টি মিটে গিয়েছে। এখনও একসঙ্গেই রয়েছেন সুনীতা আর গোবিন্দ। এরপরে অবশ্য সুনীতা একাধিক সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলে দাবি করেছেন, তাঁর আর গোবিন্দের সম্পর্ক ৭ জন্মের। এই সম্পর্ক কেউ ভাঙতে পারবে না। এরপরে গোবিন্দ আর সুনীতাকে একসঙ্গে গণেশ চতুর্থী পর্যন্ত উদযাপন করতে দেখা গিয়েছিল। তখনই যেন বোঝা গিয়েছিল, সমস্যা থাকলেও, সত্যিই গোবিন্দ আর সুনীতার মধ্যে সবকিছু এখন স্বাভাবিক হয়ে গিয়েছে।






















