এক্সপ্লোর
শ্যুটিংয়ের সেটে সহকর্মীদের সঙ্গে কৌতুক সানি লিওনের, ভিডিও ভাইরাল
বলিউড অভিনেত্রী সানি লিওন শ্যুটিংয়ের অবকাশে প্রায়ই সহকর্মীদের সঙ্গে মজা ও কৌতুক করতে পছন্দ করেন। সম্প্রতি সেটে তাঁর কৌতুকপ্রিয়তার দুটি ভিডিও সানি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

মুম্বই: বলিউড অভিনেত্রী সানি লিওন শ্যুটিংয়ের অবকাশে প্রায়ই সহকর্মীদের সঙ্গে মজা ও কৌতুক করতে পছন্দ করেন। সম্প্রতি সেটে তাঁর কৌতুকপ্রিয়তার দুটি ভিডিও সানি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। প্রথম ভিডিওতে দেখা গিয়েছে যে, সানি কোনও একটা দৃশ্যের জন্য শ্যুটিং করছেন। শ্যুটিংয়ে এক ব্যক্তির তাঁকে সামনে থেকে গুলি করার দৃশ্য ছিল। বন্দুক চালাতেই সানি সামনে পড়ে যান। কিন্তু পড়ে যাওয়ার পর নিশ্চলভাবে পড়ে থাকেন। এতে সেটে উপস্থিত লোকজন খুবই ঘাবড়ে যান। এখানেই প্রথম ভিডিওটি শেষ হয়।
এরপর দ্বিতীয় ভিডিওতে সানির কৌতুকের দ্বিতীয় পর্ব রয়েছে। ভিডিওতে প্রথমে সানিকে মাটিতে পড়েই থাকতে দেখা যায়। তাঁকে তখন ওঠানোর চেষ্টা করেন সেটের লোকজন। কাউকে কাউকে সানির ব্লাড প্রেসার পরীক্ষার কথা বলতে শোনা যায়। এরইমধ্যে সানি উঠে বসেন।তখন সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে হাসতে শুরু করেন। তাঁরা বুঝতে পারেন, সানি এতক্ষণ মজা করছিলেন।
ভিডিও দুটি শেয়ার করলেও কোন সিনেমার শ্যুটিং, তা জানাননি সানি। এ ধরনের কৌতুক এর আগেও করেছেন সানি। এর আগে সেটে তাঁর সঙ্গে খুনসুটির একটি ভিডিও শেয়ার করেছিলেন তিনি। সেটের এক কর্মী নকল সাপ তাঁর দিকে ছুঁড়ে দিয়েছিলেন। এতে খুব ভয় পেয়ে গিয়েছিলেন সানি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















