এক্সপ্লোর
Advertisement
সুশান্ত মামলা: প্রয়াত অভিনেতার দিদির বিরুদ্ধে এফআইআর রিয়া চক্রবর্তীর
'মেরে ড্যাড কি মারুতি' সিনেমার অভিনেত্রী প্রিয়ঙ্কা সিংহ ও চিকিৎসক তরুণ কুমারের বিরুদ্ধে সুশান্তর জন্য আউট-পেশেন্ট ডিপার্টমেন্ট পার্সন হিসেবে ভুয়ো মেডিক্যাল প্রেসক্রিপশন পাঠানোর অভিযোগে এফআইআর দায়ের করেছেন।
মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ঘটনায় মাদক-যোগের বিষয়টি খতিয়ে দেখছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ইতিমধ্যেই এনসিবি সুশান্তর বান্ধবী রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তী, স্যামুয়েল মিরান্ডা, দীপেশ সবন্ত ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করেছে। এখন এনসিবি রিয়াকে জিজ্ঞাসাবাদ করেছে। এরইমধ্যে 'জলেবি' সিনেমার অভিনেত্রী মুম্বই পুলিশের কাছে প্রয়াত অভিনেতার দিদি প্রিয়ঙ্কা সিংহ ও রাম মনোহর লোহিয়া হাসপাতালের চিকিৎসক তরুণ কুমারের বিরুদ্ধে জালিয়াতি অভিযোগ, এনডিপিএস আইন ও টেলি মেডিসিন প্র্যাকটিশ গাইডলাইন ২০২০ অনুযায়ী এফআইআর দায়ের করেছেন।
'মেরে ড্যাড কি মারুতি' সিনেমার অভিনেত্রী প্রিয়ঙ্কা সিংহ ও চিকিৎসক তরুণ কুমারের বিরুদ্ধে সুশান্তর জন্য আউট-পেশেন্ট ডিপার্টমেন্ট পার্সন হিসেবে ভুয়ো মেডিক্যাল প্রেসক্রিপশন পাঠানোর অভিযোগে এফআইআর দায়ের করেছেন। এফআইআরে রিয়ার অভিযোগ, ৮ জুন সুশান্ত যখন মুম্বইতে ছিলেন, তখন ওই প্রেসক্রিপশন পাঠানো হয়। এফআইআরে রিয়া বলেছেন, ওই প্রেসক্রিপশনে লিব্রিয়াম, নেক্সিটো ও লোনাজেপের মতো ওষুধ, যেগুলি সাইকোট্রপিক সাবস্ট্যান্স হিসেবে এনডিপিএস আইনের তালিকাভূক্ত। এই আইন অনুসারে কোনও নারকোটিক্স বা সাইকোট্রপিক সাবস্ট্যান্স এভাবে প্রেসক্রাইব করা যায় না এবং তা টেলিমেডিসিন প্র্যাকটিশ গাইডলাইন্সের ৩.৭.১.৪-এর আওতায় অপব্যবহার।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement