জেএনইউ ক্যাম্পাসে গুণ্ডাবাহিনীর হামলা: কেঁদে ফেললেন স্বরা ভাস্কর, শেয়ার করলেন মায়ের এসএমএসও
দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ক্যাম্পাসে রবিবার সন্ধেয় মুখোশ পরিহিত গুণ্ডাবাহিনী পড়ুয়াদের ওপর প্রাণঘাতী হামলা চালায়। এই ঘটনার নিন্দায় সরব বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বলিউড তারকারাও। এরইমধ্যে অভিনেত্রী স্বরা ভাস্করের ভিডিও ও ট্যুইট সোশাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে। আসলে স্বরা ভাস্করের মা ইরা ভাস্কর জেনএউ-র অধ্যাপিকা এবং ক্যাম্পাসেই থাকেন।
এই ভিডিওতে স্বরাকে ক্যাম্পাসের পরিস্থিতি সম্পর্কে কথা বলতে দেখা যাচ্ছে। সেই সঙ্গে এই ভিডিওতে তাঁকে বেশ আবেগপ্রবণ হয়ে পড়তেও দেখা গিয়েছে। আর এক ট্যুইটে তিনি বলেন, ‘আমার মা এই এসএমএস পাঠিয়েছেন: উত্তর দিকের গেটের বাইরে ভিড় স্লোগান দিচ্ছে, দেশ কে গদ্দারোঁ কো গোলি মারো সালো কো..’Urgent appeal!!!! To all Delhiites PLS gather in large numbers outside the Main Gate of JNU campus on Baba Gangnath Marg.. to pressure the govt. & #DelhiPolice to stop the rampage by alleged ABVP masked goons on JNU campus. PLS PLS share to everyone in Delhi!???????????????? 9pm on 5th. Jan pic.twitter.com/IXgvvazoSn
— Swara Bhasker (@ReallySwara) January 5, 2020
FROM MY MOTHER via sms: The mob outside the north gate is shouting desh ke gaddaaron ko, goli maaro salon ko.
— Swara Bhasker (@ReallySwara) January 5, 2020
একইসঙ্গে স্বরা কংগ্রেস নেতা রাহুল গাঁধী ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের কাছেও আর্জি জানিয়ে ট্যুইট করেন।JNU students marched in large numbers and threw open the jnu gate! All of Delhi has rushed in! #LongliveJNU #JNU pic.twitter.com/jAPBXPS3u8
— Swara Bhasker (@ReallySwara) January 5, 2020
Sir pls go to JNU right now!!!!!!! Your physical presence will force #DelhiPolice to act and end this terror rampage!!!! ???????????????????????????????????????? https://t.co/kOTT55BP0v
— Swara Bhasker (@ReallySwara) January 5, 2020
জেএনইউ-র প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল সন্ধে সাড়ে ছয়টা নাগাদ প্রায় ৫০ জন গুণ্ডা ক্যাম্পাসে ঢুকে পড়ে ও পড়ুয়াদের ওপর হামলা চালাতে শুরু করে। ক্যাম্পাসে থাকা গাড়িগুলিও তাদের হামলা থেকে বাদ পড়েনি। হোস্টেলে ব্যাপক ভাঙচুর চালায় তারা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ সহ বেশ কিছু পড়ুয়া ও শিক্ষিক জখম হন। ঐশী জানিয়েছেন, মুখোশ পরে গুণ্ডাবাহিনী তাঁদের ওপর হামলা চালায়।My mom is safe. JNU is peaceful for now & the gates are open! Eternal gratitude to the citizen protestors of Delhi who showed up at JNU main gate earlier tonight- you saved JNU! Thanks to the media & reporters who risked their own safety & showed Us what terror was unleashed 2day pic.twitter.com/4PekW5E9yN
— Swara Bhasker (@ReallySwara) January 5, 2020