Swastika Mukherjee: মাধুরী-তাপসীদের সঙ্গে পর্দা ভাগ, সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ স্বস্তিকার
ফের একবার বলিউডে পা বঙ্গকন্যার। ‘হর কহানি হ্যায় জরুরি’ নামক বিশেষ শো-তে মাধুরী দিক্ষীতের সঙ্গে পর্দা ভাগ করে নিচ্ছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই খবর জানিয়েছেন অভিনেত্রী।
কলকাতা: ফের একবার বলিউডে পা বঙ্গকন্যার। ‘হর কহানি হ্যায় জরুরি’ নামক বিশেষ শো-তে মাধুরী দিক্ষীতের সঙ্গে পর্দা ভাগ করে নিচ্ছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই খবর জানিয়েছেন অভিনেত্রী।
বলিউডের ‘হর কহানি হ্যায় জরুরি’ সিরিজে মাধুরী দীক্ষিত, মাসাবা গুপ্তা, শ্বেতা ত্রিপাঠীর সঙ্গে পর্দা ভাগ করে নিচ্ছেন সন্তু মুখোপাধ্যায়ের বড় কন্যাও। সেই খবর স্বস্তিকা নিজে জানিয়েছেন। নেটফ্লিক্সে দেখা যাচ্ছে এই শো। কেবল মাধুরী নয়, এই সিরিজে রয়েছেন তাপসী পান্নুও। নারীদিবস উপলক্ষ্যে এই বিশেষ শো-এ নিজেদের জীবনের গল্প ভাগ করে নেবেন তাঁরা সবাই।
মাধুরী-তাপসীদের সঙ্গে ছবি ভাগ করে নিয়ে আবেগে ভেসেছেন স্বস্তিকা। সোশ্যাল মিডিয়ায় মা-বাবা উদ্দেশে তিনি লিখেছেন, 'এখন আমরা প্রায়শই বলি, আমাদের সঙ্গে যা কিছু ভালো ঘটে তা এই বিশ্বব্রম্ভান্ডেরই ঠিক করে দেওযা, কিন্তু আমার ক্ষেত্রে তা নয়। আমার জীবনে যা কিছু ভালো ঘটে তার কারণ তোমরা ওপর থেকে আমার জীবনের তারগুলো তুলে ধরো। আমি কখনও স্বপ্নেও ভাবিনি কিন্তু আজ আমি দাঁড়িয়ে আছি এই সমস্ত কিংবদন্তি, উজ্জ্বল নক্ষত্রদের পাশে। এভাবেই আমাকে আশীর্বাদ করো। আমি তোমাদের গর্বিত করব।'
আরও পড়ুন:Mimi Chakraborty: 'এখনও প্রশ্নের মুখে পড়তে হয়, মিমি, কেন বিয়ে করছো না?'
সদ্য মায়ের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় আবেগপ্রবণ হয়ে নায়িকা লেখেন, 'শুভ জন্মদিন মা। তোমার কথা রোজ মনে পড়ে, ডালে ঝোলে অম্বলে...কিছু করলে যদি ঈশ্বর তোমায় ফেরত পাঠিয়ে দিত এ যাত্রায় বেঁচে যেতাম।' দিন শেষে এই আবেগঘন লেখায় নায়িকাকে ভালোবাসা জানিয়েছেন অনেকেই। নিজেও একজন মা স্বস্তিকা। কিন্তু তাঁর কয়েকটা লাইনে যেন শিশুর অবুঝ আবদার আর মনখারাপ করা ভালোবাসা। অনেকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন।