Swastika Mukherjee Exclusive: '২১ বছর অভিনয় করছি, মেয়ের বয়স ২২, মা না থাকলে সম্ভব ছিল না'
Swastika Mukherjee on Sreemati: অভিনেত্রী সবসময় বলে এসেছেন, তাঁর অনুপ্রেরণা বাবা। শ্রীমতী হয়ে ওঠার পথে কি স্বস্তিকার অনুপ্রেরণা ছিলেন তাঁর মা?
কলকাতা: সংসার করা বাধ্যতামূলক নয়, অনেকে ভালোবেসেই সংসার করতে চায়। কিন্তু এই সংসার করতে গিয়েই যদি কেউ হারিয়ে ফেলে নিজেকে? ঠিক এই ছন্দেই গল্প বেঁধেছিলেন পরিচালক অর্জুন দত্ত। ছবির নাম 'শ্রীমতী' আর মুখ্যভূমিকায় স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)।
অভিনেত্রী সবসময় বলে এসেছেন, তাঁর অনুপ্রেরণা বাবা। শ্রীমতী হয়ে ওঠার পথে কি স্বস্তিকার অনুপ্রেরণা ছিলেন তাঁর মা? এবিপি লাইভকে অভিনেত্রী বলছেন, 'আমাদের বড় হয়ে ওঠা, আমার পরিবেশ সবকিছুরই প্রভাব পড়ে অভিনয়ের ওপর। যেখান থেকে যা রসদ পাই, সেগুলোকেই আমরা অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলি পর্দায়। বাবা হয়তো আমায় অভিনয়ের টেকনিক্যাল জিনিসগুলো বুঝিয়েছেন। কিন্তু আমি তো নারীচরিত্রই করব। আর সেই রসদটুকু আমি তো মা,মাসি, পিসি এঁদের থেকেই নেব। মনে আছে, অনেক সময় মা মজা করে বলতেন, কৃতজ্ঞতা স্বীকারে আমার নামটা দিয়ে দিস টাইটেল কার্ডে। সব কৃতিত্ব তো বাবা নিয়ে যাবে, আমার কথা কেউ জানবেও না। আমার মা আমার জন্য সবসময় অনুপ্রেরণা, অভিনয়ের ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রেও।'
আরও পড়ুন: Priyanka Chopra: এক ফ্রেমে তিন প্রজন্ম, মায়ের জন্মদিনে আদুরে ছবি শেয়ার করলেন প্রিয়ঙ্কা
'শ্রীমতী'-র ট্রেলার বলছে, 'সাধারণ ছাপোষাভাবে সংসার করাটাও এক্সট্রাঅর্ডিনারি'। স্বস্তিকারও কি একমত? প্রশ্ন প্রায় শেষ হতে না হতেই স্বস্তিকার উত্তর, 'অবশ্যই। আমার মা যদি সংসারটা না সামলাতেন, আমি এত খোলা মনে অভিনয় করতে পারতাম না। আমি ২১ বছর ধরে কাজ করছি, আমার মেয়ের ২২ বছর বয়স। এখন সে বড় হয়ে গিয়েছে। কিন্তু তার বেড়ে ওঠার সময় মা-ই ওর দেখাশোনা করেছে। হ্যাঁ, আমি উপার্জন করেছি। তবে আমি বিশ্বাস করি শুধু উপার্জন করলেই কেউ স্বাবলম্বী হয়ে যায় না। যাঁরা কাজ করে, চাকরি করে, তাঁদের ক্ষেত্রেই কেন কেবল স্বাবলম্বী কথাটা ব্য়বহার করা হবে? যাঁরা বাড়িতে থেকে সংসারটা সামলান, তাঁরা কি স্বাবলম্বী নন? আমার বাড়িটা সামলানোর জন্য যিনি থাকেন, আমি তো ভীষণভাবে তাঁর ওপর নির্ভরশীল। আমরা সবাই তাই। তাহলে কেন কেবল উপার্জন করা মেয়েদেরই স্বাবলম্বী বলা হবে?'