Priyanka Chopra: 'বছর ২০-র সেই মেয়েটার জন্য গর্ব হয়', কার কথা লিখে আবেগপ্রবণ প্রিয়ঙ্কা চোপড়া?
Priyanka Chopra Nostalgia: 'এগুলো ৯০-এর দশকের শেষের দিকে, ২০০১-২০০২ সালের ভিডিও। যখন আমি প্রথম মুম্বইতে অভিনেত্রী হিসেবে কাজ শুরু করি, মানুষের কোনও ধারণাই নেই যে আমি কি ভালবাসতাম মঞ্চে পারফর্ম করতে'
কলকাতা: তখন নব্বইয়ের দশকের শেষদিক, আর ২০০০-এর শুরু। সেই সময়ে প্রথম বলিউডে কাজ করা শুরু করেছেন তিনি। কিন্তু তখন, মঞ্চের প্রতি অসম্ভব টান তাঁর। স্কুল থেকেই পড়াশোনার পাশাপাশি নাচ করতেন তিনি। আর সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)। সেই সঙ্গে শেয়ার করে নিলেন লম্বা একটি নোট, যেখানে তিনি ফিরে দেখলেন তাঁর ২০ বছর বয়সের সমস্ত স্মৃতি।
সোশ্যাল মিডিয়ায় আজ একগুচ্ছ ভিডিও শেয়ার করে নিয়েছেন প্রিয়ঙ্কা। সেখানে তিনি লিখেছেন, 'এগুলো সব ৯০-এর দশকের শেষের দিকে, ২০০১-২০০২ সালের ভিডিও। যখন আমি প্রথম মুম্বইতে অভিনেত্রী হিসেবে কাজ শুরু করি, মানুষের কোনও ধারণাই নেই যে আমি কি ভালবাসতাম মঞ্চে পারফর্ম করতে। বিশেষ করে নাচ। স্কুলে থাকাকালীন আমি যে কোনও অনুষ্ঠানেই পারফর্ম করতাম। কিন্তু নিজের সিনেমার গানে, মঞ্চে নিজে নাচ করা যে কী দুর্দান্ত একটা অভিজ্ঞতা, সেটা বলে বোঝানো যাবে না। আমার স্বামী এখন নিয়মিত যেটা করে, সেটাই আমিও করতাম। হা হা...'
প্রিয়ঙ্কা আরও লিখছেন, 'এই সমস্ত পুরনো ভিডিও গুলো দেখে আমার সেই বছর ২০-র মেয়েটার কথা মনে পড়ছে যে ধীরে ধীরে আমায় তৈরি করছিল। সেই মেয়েটার জন্যই আমি আজকের নারী। ও সেই সময়ে যা সিদ্ধান্ত নিয়েছিল, যা ঠিক করেছিল, যা ভুল করেছিল তার সবকিছুর ওপরই আমি কৃতজ্ঞ। অনেক রিহার্সাল করে এই পারফরমেন্সগুলো করতাম। কোরিওগ্রাফারদের সঙ্গে থাকতাম, কাজ শিখতাম.. তাঁদের সবাইকে অনেক ধন্যবাদ। তাঁরা আমায় সেই সময়ে সাহায্য করেছিলেন বলেই আমি, আমি হয়েছি। আমি আজ যা.. সেটা আমার গতকালের ইচ্ছাশক্তির কারণ।'
প্রিয়ঙ্কা নিজের কেরিয়ারে কম কঠিন সময় পেরিয়ে আসেননি। একসময়ে বিভিন্ন কারণে তাঁকে বলিউডে একঘরে করে দেওয়া হয়েছি। হাত থেকে একের পর এক কাজ চলে যাচ্ছিল প্রিয়ঙ্কার। সেই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়েছিলেন প্রিয়ঙ্কা।
View this post on Instagram
আরও পড়ুন: Pradhan OTT Release: সিনেমা হলে দেখা হয়নি? এবার ওটিটিতেই দেখে নিন 'প্রধান', কোথায়, কবে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।