Tabu: কত দামের ক্রিম কিনে আর কিনতে চান না তব্বু?
Bollywood Celebrity Updates: জানালেন, একবার তিনি বহু মূল্যের ক্রিম কিনে ফেলেছিলেন। আর সেই ক্রিম কখনও কিনতে চান না। জানেন কত দামের ক্রিম কিনেছিলেন তব্বু?
মুম্বই: বলিউড ইন্ডাস্ট্রিতে ৩০ বছর কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী তব্বু (Tabbu)। বি টাউনের প্রায় সমস্ত তারকার সঙ্গেই তাঁর কাজ করা হয়ে গিয়েছে। এখনও একইরকমভাবে দাপটের সঙ্গে অভিনয় করছেন। কিছুদিন আগেই মুক্তি পায় তাঁর অভিনীত ছবি 'ভুলভুলাইয়া টু'। ছবিতে ডবল রোলে দেখা গিয়েছে তাঁকে। 'অঞ্জুলিকা' এবং 'মঞ্জুলিকা' দুটি চরিত্রেই অভিনয় করে প্রশংসিত হয়েছেন তব্বু। পাশাপাশি পঞ্চাশ বছর বয়সেই একইরকম সৌন্দর্য ধরে রেখেছেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই সৌন্দর্য ধরে রাখার রহস্য ফাঁস করলেন। তারইসঙ্গে জানালেন, একবার তিনি বহু মূল্যের ক্রিম কিনে ফেলেছিলেন। আর সেই ক্রিম কখনও কিনতে চান না। জানেন কত দামের ক্রিম কিনেছিলেন তব্বু?
কত দামের ক্রিম কিনেছিলেন তব্বু?
পঞ্চাশোর্ধ্ব বয়সেও একইরকম সৌন্দর্য ধরে রেখেছেন বলিউড অভিনেত্রী তব্বু। তাঁর এই সৌন্দর্যের রহস্য কী? এক সাক্ষাৎকারে তব্বু বলছেন, 'আমার সৌন্দর্যের কোনও গোপনীয়তা নেই। একবার আমার মেকআপ আর্টিস্ট মিতালি আমায় জিজ্ঞাসা করেছিল যে, ম্যাম, আপনার ত্বক খুব সুন্দর লাগছে। আপনি কি কোনও ঘরোয়া পদ্ধতি মানেন? তাহলে সেটা কী? এরপর আমি একদিন ওকে বলি যে, আমি কফি আর তার সঙ্গে গাছের কিছু জিনিস মেশাই। ও আমাকে বলে, আপনি এটা করবেন না। এর বদলে আপনি এই ক্রিমটা ব্যবহার করতে পারেন। ও আমাকে ৫০ হাজার টাকা দামের একটা ক্রিমের কথা বলে। একবার কিনেছিলাম সেই ক্রিমটা। আর কখনও কিনতে চাই না।'
আরও পড়ুন - Kajol: মা-বাবার বিচ্ছেদের কথা কীভাবে জানতে পারেন কাজল?
তব্বু আরও বলছেন, 'আমি আমার মুখের ত্বকের জন্য বিশেষ কিছু করি না। তবে, হ্যাঁ, অবশ্যই জানি কীভাবে আমাকে দেখতে সুন্দর লাগবে। প্রত্যেকেই চায় তাকে দেখতে সুন্দর লাগুক। তবে, সুন্দর লাগার সঙ্গে সঙ্গে সুস্থ থাকাটাও অত্যন্ত জরুরি। তার জন্যই আমি চেষ্টা করি, যাতে আমার ত্বক সুন্দর থাকে।'
প্রসঙ্গত, তব্বুকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'ভুলভুলাইয়া টু' ছবিতে। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন কার্তিক আরিয়ান এবং কিয়ারা আডবাণী। বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে এই ছবি। শীঘ্রই তাঁকে দেখা যাবে বিশাল ভরদ্বাজের স্পাই থ্রিলার 'খুফিয়া'তে। এর আগেও বিশাল ভরদ্বাজের সঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন অভিনেত্রী।